কুমারটুলিতে আগুন

আজ রাতে আগুন লাগে উত্তর কলাকাতার কুমারটুলিতে। ১ নম্বর বনমালী সরকার স্ট্রিটে মৃত্‍ শিল্পী পিন্টু পালের কারখানা। সেখানেই হঠাত্‍ আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন দমকলকর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা নেই বলে খবর।

Updated By: Jan 21, 2017, 11:33 PM IST
কুমারটুলিতে আগুন
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: আজ রাতে আগুন লাগে উত্তর কলাকাতার কুমারটুলিতে। ১ নম্বর বনমালী সরকার স্ট্রিটে মৃত্‍ শিল্পী পিন্টু পালের কারখানা। সেখানেই হঠাত্‍ আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন দমকলকর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা নেই বলে খবর।

আরও পড়ুন- কলকাতার রাজপথে অন্য সিপিএম

এদিকে, গত কালই রবীন্দ্র সরণি এলাকার একটি দোতলা বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতেই প্রায় ৪০ টি পরিবারের বাস। রাতে আগুন যখন লাগে তখন সবাই ঘুমিয়ে পড়েছিলেন। আগুন দেখেই সবাই বেরিয়ে আসেন। কিন্তু হাওয়ার কারণে, আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। তারপরই দমকলের ১০ টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরও পড়ুন- ১৪ দিনের জেল হেফাজত হল জয়প্রকাশ মজুমদারের

.