আগুনে পুড়ে ছাই হয়ে গেল এলগিন রোডে একটি জামাকাপড়ের শোরুম

আগুনে পুড়ে ছাই হয়ে গেল এলগিন রোডে একটি জামাকাপড়ের শোরুম। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ওই শোরুম থেকে হঠাতই আগুন বেরোতে দেখেন নিরাপত্তারক্ষীরা। চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়াও। তাড়াতাড়ি করে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বারোটি ইঞ্জিন। এরপর আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Updated By: Sep 9, 2016, 08:21 AM IST
আগুনে পুড়ে ছাই হয়ে গেল এলগিন রোডে একটি জামাকাপড়ের শোরুম

ওয়েব ডেস্ক: আগুনে পুড়ে ছাই হয়ে গেল এলগিন রোডে একটি জামাকাপড়ের শোরুম। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ওই শোরুম থেকে হঠাতই আগুন বেরোতে দেখেন নিরাপত্তারক্ষীরা। চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়াও। তাড়াতাড়ি করে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বারোটি ইঞ্জিন। এরপর আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন বাঁকুড়ার রায়পুরে খুন হলেন তৃণমূল নেতা অনিল মাহাত

ওই দোকানে লাগা আগুনে ক্ষতি হয়েছে পাশের একটি শোরুমেরও। আগুন লাগার কারণ কী? তদন্ত করতে নেমে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। যদিও আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন  কেতুগ্রামের আক্রান্ত তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ

.