লালবাজারের কাছে বহুতলে আগুন, কারণ খতিয়ে দেখছে ফরেনসিক টিম

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের ঠিক উলটো দিকে মার্কেনটাইল বিল্ডিংয়ে মঙ্গলবার রাতে আগুন লাগে।

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Aug 26, 2020, 08:05 AM IST
লালবাজারের কাছে বহুতলে আগুন, কারণ খতিয়ে দেখছে ফরেনসিক টিম
ছবি-রণয় তিওয়ারি

নিজস্ব প্রতিবেদন:  লালবাজারের কাছে পোর্টাল অফিসে আগুন।

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের ঠিক উলটো দিকে মার্কেনটাইল বিল্ডিংয়ে মঙ্গলবার রাতে আগুন লাগে।

বিল্ডিংয়ের দোতালায় একটি বেসরকারি সংস্থার অফিস থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। স্থানীয়রাই দমকলে খবর দেন। দমকলের ৮ টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু।
দমকল মন্ত্রী জানান, বহু পুরনো এই বহুতলের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে। কোনও অগ্নি নির্বাপকের ব্যবস্থা ছিল না। আগুন লাগার কারণ জানা যায়নি।

ফরেনসিক আধিকারিকরা রিপোর্ট দেওয়ার পরই আগুন লাগার কারণ জানা যাবে। দমকল আধিকারিকরা বলছেন, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন: করোনা আপডেট: রাজ্যে মৃত্যুর গতি মন্থর, ক্রম-বর্ধমান সুস্থতার হার

চারতলায় ৬টি পরিবারের বাস। তাঁরা প্রথম থেকে সতর্ক থাকায় তাঁদের কোনও ক্ষতি হয়নি বলেও জানান দমকলমন্ত্রী।

Tags:
.