হাতিবাগান মার্কেটে আগুন

হাতিবাগান মার্কেটে গুদামে অগ্নিকাণ্ড।  আজ দুপুর একটা পাঁচ নাগাদ মার্কেটের দোতলায় একটি গুদামে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুন লাগে। আগুন বড় আকার ধারণ করার আগেই ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর লচেষ্টা করেন।

Updated By: Nov 14, 2014, 09:11 PM IST
হাতিবাগান মার্কেটে আগুন

কলকাতা: হাতিবাগান মার্কেটে গুদামে অগ্নিকাণ্ড।  আজ দুপুর একটা পাঁচ নাগাদ মার্কেটের দোতলায় একটি গুদামে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুন লাগে। আগুন বড় আকার ধারণ করার আগেই ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর লচেষ্টা করেন।

পরে দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। শহরের বাজারগুলিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পাওয়ার পরেই বাড়তি সতর্কতা নেয় দমকল বিভাগ। তবে মার্কেটে যথেষ্ট পরিমাণে অগ্নিনির্বাপণযন্ত্র  মজুত থাকায় আগুন বড় আকার ধারণ  করেনি।

 

.