শিয়ালদা স্টেশনে আগুন, ব্যাহত ট্রেন পরিষেবা

খবর চাউর হতেই হুড়োহুড়ি পড়ে যায় রেলকর্মীদের মধ্যে। সকলেই বিল্ডিং থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। 

Updated By: Mar 8, 2018, 04:22 PM IST
শিয়ালদা স্টেশনে আগুন, ব্যাহত ট্রেন পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: শিয়ালদা স্টেশনে আগুন। ভর দুপুরে আগুন লাগে শিয়ালদার মেন বিল্ডিংয়ের পিআরএস দফতরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন। আতঙ্কিত যাত্রীরা।

আরও পড়ুন: গুপ্তধনের খোঁজে অন্ধকার, স্যাঁতসেঁতে বন্ধ ঘরে ঢুকতেই পিছন থেকে পড়ল ঘাড়ে হাত...

বৃহস্পতিবার দুপুরে আচমকাই শিয়ালদা স্টেশনের মেন বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর চাউর হতেই হুড়োহুড়ি পড়ে যায় রেলকর্মীদের মধ্যে। সকলেই বিল্ডিং থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গেই বিচ্ছিন্ন করে দেওয়া হয় প্ল্যাটফর্মের বিদ্যুত্ পরিষেবা। তা না হলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা। আপাতত দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: সাইকেলের পাশে মাটিতে পড়া ১২০টাকা তুলতে গিয়ই নিঃস্ব হলেন রেশন ডিলার

তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। শিয়ালদা দুই শাখাতেই ব্যাহত পরিষেবা। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রেলপুলিসও।

.