সল্টলেকে পার্কে আগুন, ক্ষতিগ্রস্ত পাশের বাড়িও
সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ পার্কের কোণায় রাখা বাঁশে আগুন লেগে যায়। আগুনের শিখা প্রায় এক তলা বাড়ির সমান জ্বলতে থাকে।
নিজস্ব প্রতিবেদন: সল্টলেকের বিই ব্লকের ই-পার্কে আগুন। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আরও পড়ুন: রথযাত্রা মামলা: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য বিজেপি
সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ পার্কের কোণায় রাখা বাঁশে আগুন লেগে যায়। আগুনের শিখা প্রায় এক তলা বাড়ির সমান জ্বলতে থাকে। স্থানীয়রাই খবর দেন দমকলে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। কিন্তু আগুনের শিখায় ক্ষতিগ্রস্ত হতে থাকে পাশের বাড়িও। পরে দমকলের আরও ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুন: বিশ বাঁও জলে বিজেপির রথযাত্রা, সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ
কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কোনও বর্জ্য থেকেও আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিসও। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।