লেনিন সরণিতে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকল কর্মী
নিজস্ব প্রতিবেদন: স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও দগদগে। আর তারই কয়েকদিনের ব্যবধানে শহরে ফের অগ্নিকাণ্ড। লেনিন সরণিতে জ্যোতি সিনেমা হলের সামনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: সাথ দিল না সার্ভার, চুলের সাথে চাকরিও হারালেন Uber চালক
শুক্রবার দুপুর ১২টা নাগাদ লেনিন সরণীর এক বহুতলে পাখার গুদামে আগুন লাগে। সূত্রের খবর, বহুতলটিতে প্রায় ১০০০ টিরও বেশি দোকান রয়েছে। সেক্ষেত্রে আগুন যাতে কোনোভাবে না ছড়িয়ে যায় সেদিকে নজর রেখে চলেছে দমকল বাহিনী। সরু ও ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা অসুবিধার মধ্যে পড়লেও যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন তাঁরা।
আরও পড়ুন: করোনা হওয়ার এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে Sachin
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দমকল আসতে দেরি করায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকল কর্মী। যদিও সময়ের মধ্যেই ঐ বহুতল জনশূন্য করায় হতাহতের কোনো খবর মেলেনি।