পার্কস্ট্রিটে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু।

Updated By: May 20, 2021, 07:03 PM IST
পার্কস্ট্রিটে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

নিজস্ব প্রতিবদেন: পার্কস্ট্রিটে বহুতলে আগুন। বহুতলের ৪ তলায় আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন: Narada Case:হাইকোর্টের অন্য বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে আবেদন মদনের

জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ ওই বহুতলের ৪ তলায় থাকা একটি শাড়ির গোডাউনে আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দলকম কর্মীরা। হাইড্রোলিক ল্যাডার দিয়ে উপরে উঠে, বহুতলের জানালার কাঁচ ভেঙে, বাইরে থেকে জল দেওয়া হচ্ছে। ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টিও দেখছেন দমকল কর্মীরা। এই বহুতলের পাশেই রয়েছে অনেক বাড়ি। ফলে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই দিকটিও নজরে রাখতে হচ্ছে দমকল কর্মীদের। 

আরও পড়ুন: ক্যাজুয়াল-সুপারফ্লপ মিটিং, আমাকে বলতে দেওয়া হয়নি: Mamata

রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলার কারণে বহুতলের দু-একটা অফিস খোলা ছিল। খুব কম সংখ্যক লোক নিয়ে কাজ চলছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁদের বহুতল থেকে বের করে আনা হয়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কোনও হতাহতের খবর নেই।

.