আবার আগুন এএমআরআই-তে

শুক্রবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ বেলা দেড়টার দিকে ঢাকুরিয়া এএমআরআইয়ের ভূগর্ভস্থ পার্কি লটের একটি অংশে আবার আগুনের ফুলকি নজরে আসে পাহাররত পুলিসকর্মীদের।

Updated By: Dec 10, 2011, 02:24 PM IST

শুক্রবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ বেলা দেড়টার দিকে ঢাকুরিয়া এএমআরআইয়ের ভূগর্ভস্থ পার্কি লটের একটি অংশে আবার আগুনের ফুলকি নজরে আসে পাহাররত পুলিসকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে মিনিট পনেরোর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
এরপর হাসপাতাল পরিদর্শনে যান পুরসভার বিল্ডিং বিভাগের ডিজি দেবাশিস কর। তিনি জানান, ভূগর্ভস্থ ওই পার্কিং লটে প্রচণ্ড উত্তাপ আর অন্ধকার থাকায় তিনি ভিতরে ঢুকতেই পারেননি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে এবং উত্তাপ কমে এলে তবেই পুরসভার কর্মীদের পক্ষে ভিতরে ঢুকে কাজ করা সম্ভব। তার আগে নয়।
এরই মধ্যে হাসপাতাল বন্ধের জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরের নোটিস ঘিরে বিভ্রান্তি ছড়ায় হাসপাতাল চত্বরে। নোটিসে হাসপাতালের অ্যানেক্স ওয়ান বিল্ডিং বন্ধ করার নির্দেশ থাকলেও মূল ভবন এবং অপর আনেক্স বিল্ডিংটি বন্ধ করার কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। ফলে পুরো হাসপাতালই বন্ধ থাকবে, না আংশিক বন্ধ থাকবে তা নিয়েই বিভ্রান্তি ছড়ায়।

.