খোঁজ মিলল দেবাঞ্জনের 'সঙ্গী'র, 'আমিও প্রতারিত', Zee ২৪ ঘণ্টাকে জানালেন সুস্মিতা

দেড় মাস ধরে দেবাঞ্জনের অফিসে কাজ করছিলেন এই সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jun 27, 2021, 06:54 PM IST
খোঁজ মিলল দেবাঞ্জনের 'সঙ্গী'র, 'আমিও প্রতারিত', Zee ২৪ ঘণ্টাকে জানালেন সুস্মিতা

নিজস্ব প্রতিবেদন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অবশেষে খোঁজ মিলল প্রতারক দেবাঞ্জন দেবের 'সহকারী' সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের। দেড় মাস ধরে দেবাঞ্জনের অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কাজ করছিলেন এই সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। তালতলার বাসিন্দা তিনি। Zee ২৪ ঘণ্টাকে সুস্মিতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমিও প্রতারিত'।  

Zee ২৪ ঘণ্টাকে সুস্মিতা বন্দ্যোপাধ্যায় জানান, তালতলার একটি পুজোর অনুষ্ঠানে দেবাঞ্জন দেবের সঙ্গে তাঁর পরিচয় হয়। দেবাঞ্জন তাঁকে IAS অফিসার বলে পরিচয় দেন। যেহেতু তাঁর বাড়িতে অসুস্থ সন্তান রয়েছে, তাই চাকরির তাগিদে দেবাঞ্জন দেবের অফিসে কাজ করতে শুরু করেন তিনি। চাকরির জন্য তাঁর মক টেস্ট হয়, ইন্টারভিউ হয়। মূলত টিকাকরণ সংক্রান্ত কাজ দেখ ভাল করতেন তিনি। তবে দেবাঞ্জন দেবের সঙ্গে তাঁর বেশি কথা হত না। তবে সম্প্রতি প্রকাশ্য়ে এসেছে একটি চাকরির জাল নিয়োগপত্র। সেখানে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে। এমনকি দেবাঞ্জন দেবের অফিসের বাকি কর্মীরাও জানিয়েছেন যে, ডেপুটি সেক্রেটারি হিসেবে বাকিদের সঙ্গে সুস্মিতার পরিচয় করিয়ে দিয়েছিলেন দেবাঞ্জন। সিটি কলেজের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। ফলে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে বাকি প্রমাণের অমিল প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: জালিয়াতির জাল অনেক গভীরে! নকল সরকারি নথি বানাতেও সিদ্ধহস্ত ছিল দেবাঞ্জন    

আরও পড়ুন: টানা ৩১ দিন ধরে দাম বৃদ্ধি, পশ্চিমবঙ্গে Petrol লিটার প্রতি ১০০ ছুঁই ছুঁই

.