লালবাতি চেপে নিজেকে আইএএস পরিচয় দেন, প্রতারক যুবক গ্রেফতার

লালবাতি লাগানো গাড়িতে ঘুরে, নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে, প্রতারণার কারবার চলছিল অনেকদিন ধরেই। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিসের জালে ধরা পড়ে গেল প্রতারক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার বটতলা থানা এলাকায়। ধৃত যুবকের নাম সৌম্য ঘোষ। বছর পঁচিশের এই যুবক বি কে পাল অ্যাভিনিউয়ের বাসিন্দা। প্রতিদিন নিত্য নতুন লালবাতি লাগানো গাড়িতে চড়ে জোড়াবাগান এলাকা দিয়ে যাতায়াত করতেন এই যুবক। গাড়িগুলির নম্বর প্লেট দেখে খটকা লাগে জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিস কর্মীদের। কিছুদিন নজরদারি চালানোর পর বৃহস্পতিবার রাতে বটতলা এলাকায় সৌম্য ঘোষের গাড়ি আটক করে পুলিস। জেরায় ধৃত যুবক আইএসএস পরিচয়ে তোলাবাজির অভিযোগ কবুল করেছে বলে দাবি তদন্তকারীদের। ধৃত সৌম্য ঘোষের বাবা এলাকায় বাবা মিষ্টির ব্যবসা চালান। গুণধর ছেলের কীর্তির দৌড় জানতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিস। সৌম্য ঘোষের গাড়ির চালক সীতারাম যাদবকেও গ্রেফতার করা হয়েছে।

Updated By: Dec 11, 2015, 08:15 AM IST
লালবাতি চেপে নিজেকে আইএএস পরিচয় দেন, প্রতারক যুবক গ্রেফতার

ওয়েব ডেস্ক: লালবাতি লাগানো গাড়িতে ঘুরে, নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে, প্রতারণার কারবার চলছিল অনেকদিন ধরেই। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিসের জালে ধরা পড়ে গেল প্রতারক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার বটতলা থানা এলাকায়। ধৃত যুবকের নাম সৌম্য ঘোষ। বছর পঁচিশের এই যুবক বি কে পাল অ্যাভিনিউয়ের বাসিন্দা। প্রতিদিন নিত্য নতুন লালবাতি লাগানো গাড়িতে চড়ে জোড়াবাগান এলাকা দিয়ে যাতায়াত করতেন এই যুবক। গাড়িগুলির নম্বর প্লেট দেখে খটকা লাগে জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিস কর্মীদের। কিছুদিন নজরদারি চালানোর পর বৃহস্পতিবার রাতে বটতলা এলাকায় সৌম্য ঘোষের গাড়ি আটক করে পুলিস। জেরায় ধৃত যুবক আইএসএস পরিচয়ে তোলাবাজির অভিযোগ কবুল করেছে বলে দাবি তদন্তকারীদের। ধৃত সৌম্য ঘোষের বাবা এলাকায় বাবা মিষ্টির ব্যবসা চালান। গুণধর ছেলের কীর্তির দৌড় জানতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিস। সৌম্য ঘোষের গাড়ির চালক সীতারাম যাদবকেও গ্রেফতার করা হয়েছে।

.