ধোনির সিদ্ধান্তে হতাশ 'ম্যাচ উইনার' অভিষেক?

একদিনের আন্তর্জাতিক (৫০ ওভারের ক্রিকেট) এবং টি-টোয়েন্টি (২০ ওভারের ক্রিকেট), এই দুই ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক পদ ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেটে থেকে সরে দাঁড়িয়েছিলেন অনেক আগেই, এবার হঠাৎ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ ছেড়ে দিয়ে গোটা বিশ্বকে আবারও অবাক করে দিলেন ক্যাপ্টেন কুল। ধোনি এখনও পর্যন্ত নিজে কিছুই বললনি, ৪ জানুয়ারি ভারতীয় ক্রিকেটের সর্ব নিয়ামক সংস্থা বিসিসিআই প্রেস বিবৃতি দিয়ে ধোনির অধিনায়ক পদ ছেড়ে দেওয়ার কথা জানায়। তবে এখনই ক্রিকেটকে আলবিদা বলছেন না তিনি। মহেন্দ্র সিং ধোনির এই সিদ্ধান্তত যে শুধু ক্রিকেট মহলেই প্রভাব ফেলেছে তা নয়, ধোনি ফ্যানেরা যেমন হতাশ তেমনই হতাশা রাজনৈতিক মহলেও। ধোনির সিদ্ধান্তে হতাশ, তৃণমূলের যুব মুখ তথা লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাপ্টেন পদ থেকে সরে দাঁড়ানোর খবর জানতে পেরেই টুইট করেন অভিষেক, "ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে ধোনির অবসর নেওয়ার খবর শুনে আমি অত্যন্ত হতাশ। কিংবদন্তি, তোমাকে ধন্যবাদ সব স্মৃতির জন্য"।

Updated By: Jan 5, 2017, 11:30 AM IST
ধোনির সিদ্ধান্তে হতাশ 'ম্যাচ উইনার' অভিষেক?

ওয়েব ডেস্ক: একদিনের আন্তর্জাতিক (৫০ ওভারের ক্রিকেট) এবং টি-টোয়েন্টি (২০ ওভারের ক্রিকেট), এই দুই ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক পদ ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেটে থেকে সরে দাঁড়িয়েছিলেন অনেক আগেই, এবার হঠাৎ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ ছেড়ে দিয়ে গোটা বিশ্বকে আবারও অবাক করে দিলেন ক্যাপ্টেন কুল। ধোনি এখনও পর্যন্ত নিজে কিছুই বললনি, ৪ জানুয়ারি ভারতীয় ক্রিকেটের সর্ব নিয়ামক সংস্থা বিসিসিআই প্রেস বিবৃতি দিয়ে ধোনির অধিনায়ক পদ ছেড়ে দেওয়ার কথা জানায়। তবে এখনই ক্রিকেটকে আলবিদা বলছেন না তিনি। মহেন্দ্র সিং ধোনির এই সিদ্ধান্তত যে শুধু ক্রিকেট মহলেই প্রভাব ফেলেছে তা নয়, ধোনি ফ্যানেরা যেমন হতাশ তেমনই হতাশা রাজনৈতিক মহলেও। ধোনির সিদ্ধান্তে হতাশ, তৃণমূলের যুব মুখ তথা লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাপ্টেন পদ থেকে সরে দাঁড়ানোর খবর জানতে পেরেই টুইট করেন অভিষেক, "ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে ধোনির অবসর নেওয়ার খবর শুনে আমি অত্যন্ত হতাশ। কিংবদন্তি, তোমাকে ধন্যবাদ সব স্মৃতির জন্য"

 

 

      

.