গরু পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন BSF কমান্ড্যান্ট, তৃণমূলকে বিঁধলেন সায়ন্তন

"বিএসএফ কর্তাদের মাধ্যমে কোটি কোটি টাকা তৃণমূলের বড় বড় নেতাদের ঘরে গিয়েছে। আরও গ্ৰেফতার হবে।"

Reported By: বিক্রম দাস | Updated By: Nov 17, 2020, 07:54 PM IST
গরু পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন BSF কমান্ড্যান্ট, তৃণমূলকে বিঁধলেন সায়ন্তন
সতীশ কুমার

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে এক প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্টকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম সতীশ কুমার। আজ সকাল থেকেই নিজাম প্যালেসে তাঁকে জেরা করতে শুরু করেন সিবিআই আধিকারিকরা। দিনভর জেরার পর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

সিবিআই সূত্রে খবর, ধৃত প্রাক্তন কমান্ড্যান্ট সতীশ কুমার বিএসএফ-এর ৩৬ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। বর্তমানে রায়পুরে কর্মরত ছিলেন তিনি। এই নিয়ে গরু পাচার কাণ্ডে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। আগেই মূল পান্ডা এনামুল হক ও পাচার চক্রের অন্য দুই মাথা আনারুল শেখ ও মহম্মদ গোলাম মুস্তাফাকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই।

এদিন সতীশ কুমারকে সিবিআই-এর গ্রেফতারির পরই এপ্রসঙ্গে মুখ খোলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে। বলেন, "গরু পাচার কাণ্ডে গ্ৰেফতার হয়েছে, ভালো কথা। আমার মনে হয়, পুলিস এবং বিএসএফ কর্তাদের মাধ্যমে কোটি কোটি টাকা তৃণমূলের বড় বড় নেতাদের ঘরে গিয়েছে। আরও গ্ৰেফতার হবে। সব সামনে আসবে।"

আরও পড়ুন, 'সময় কথা বলবে,' কোচবিহার তৃণমূলে বড়সড় ভাঙনের ইঙ্গিত সিতাই বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার

.