কলকাতায় থাবা বসাল জাপানি এনসেফ্যালাইটিস, আক্রান্ত পুলিসকর্মী
ফের কলকাতায় জাপানি এনসেফ্যালাইটিসের থাবা। এবার আক্রান্ত হলেন কলকাতা পুলিসের এক কর্মী। আলিপুর বডিগার্ড লাইনের ওই বাসিন্দার নাম মহম্মদ এহসান আলি। গত শনিবারই তাঁর রক্তে জাপানি এনসেফ্যালাইটিসের জীবাণু পাওয়া গিয়েছিল।
Updated By: Aug 28, 2014, 01:25 PM IST
কলকাতা: ফের কলকাতায় জাপানি এনসেফ্যালাইটিসের থাবা। এবার আক্রান্ত হলেন কলকাতা পুলিসের এক কর্মী। আলিপুর বডিগার্ড লাইনের ওই বাসিন্দার নাম মহম্মদ এহসান আলি। গত শনিবারই তাঁর রক্তে জাপানি এনসেফ্যালাইটিসের জীবাণু পাওয়া গিয়েছিল।
কিন্তু নিশ্চিত হতে আরও একবার তাঁর রক্ত পরীক্ষা করে দেখেন চিকিত্সকেরা। বুধবার পাওয়া সেই রিপোর্টেও দেখা যায়, এহসান আলি জাপানি এনসেফ্যালাইটিসেই আক্রান্ত। আপাতত শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউয়ে ভর্তি রয়েছেন তিনি।