Election Commission: কালো টাকা রুখতে কড়া কমিশন! আসরে এবার নতুন অ্যাপ

Lok Sabha Election 2024: এক লাখের বেশি টাকা উঠলেই ওই অ্যাপে দেওয়া থাকবে তথ্য। কমিশন, ইডি, আয়কর দফতর সহ ২২ এজেন্সি ওই তথ্য অ্যাপ-এর মাধ্যমে পেয়ে যাবে। প্রতি ব্যাংকে একটি কিউ আর কোড চালু করেছে কমিশন।  টাকা নিয়ে যাচ্ছে এমন গাড়িগুলিতে থাকবে কোড থাকবে ।

Updated By: Mar 21, 2024, 02:26 PM IST
Election Commission: কালো টাকা রুখতে কড়া কমিশন! আসরে এবার নতুন অ্যাপ

সুতপা সেন: নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে বরাবরই কড়া হয়েছে কমিশন। নির্বাচনে ধরপাকড় বেশি হয় তাই নানান উপায় বের করে কালো টাকা পাচার করা হয়।

এবার সেটা রুখতেই নয়া অ্যাপের সাহায্য নিচ্ছে কমিশন। ESMS বা  Election Seizure Management System এই অ্যাপ থাকছে কমিশনের কাছে। ব্যাংক থেকে এক লক্ষের বেশি টাকা তোলা হলে এই অ্যাপে উঠে যাবে সেই তথ্য।

আরও পড়ুন: Book Launch: আজও তাঁর মজ্জায়-মননে জুঁই শাপলা পদ্ম আর হারানো ভিটের ছায়া ও ছবি...

সাধারণত  এটিএম মেশিন ভরতে  অনেক বেশি টাকা তোলা হয়। তাই সেখানে থাকবে কিউ আর কোড। এটিএম মেশিনে টাকা ঢোকাতে যে গাড়ি যায় সেগুলিকে এতদিন  নাকা চেকিং এর বাইরেই রাখা হত। 

ওইসব গাড়িতে কালো টাকার লেন দেন হলে সেগুলি ধরা সম্ভব ছিল না। এই নয়া পদ্ধতিতে এটিএমে-এর টাকার হিসেব থাকবে কমিশনের হাতে।

কি করছে কমিশন

নয়া অ্যাপের নাম ESMS election seizure management system

এক লাখের বেশি টাকা উঠলেই ওই অ্যাপে দেওয়া থাকবে তথ্য।

কমিশন, ইডি, আয়কর দফতর সহ ২২ এজেন্সি ওই তথ্য অ্যাপ-এর মাধ্যমে পেয়ে যাবে।

প্রতি ব্যাংকে একটি কিউ আর কোড চালু করেছে কমিশন।  টাকা নিয়ে যাচ্ছে এমন গাড়িগুলিতে থাকবে কোড থাকবে।

আরও পড়ুন: Election Commission: নির্বাচন কমিশনের নির্দেশ! সরানো হল রাজ্যের ৪ জেলাশাসককে

নাকা চেকিং চলাকালীন ওই কোড মিলিয়ে দেখবেন পুলিস কর্তারা। এতে স্পষ্ট হবে কত টাকা আছে ওই গাড়িতে।

কোডের সঙ্গে টাকার পরিমান না মিললে টাকা গন্য হবে কালো টাকা হিসেবে।   

যদিও এই নির্দেশিকার পর ভোটে কালো টাকার ব্যবহার রোখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.