দ্বিতীয় দফায় রাজ্যে আসছে আরও ৪০০ কোম্পানি আধা সেনা
দ্বিতীয় দফায় আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। দ্বিগুন করা হচ্ছে রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। অসম থেকে রাজ্যে আসছে আরও ৪০০ কোম্পানি আধা সেনা। ভোটের দিন শুধু বুথ নয়, এলাকা ও সেক্টরে সেক্টরেও টহল দেবে আধা সামরিক বাহিনী।
ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফায় আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। দ্বিগুন করা হচ্ছে রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। অসম থেকে রাজ্যে আসছে আরও ৪০০ কোম্পানি আধা সেনা। ভোটের দিন শুধু বুথ নয়, এলাকা ও সেক্টরে সেক্টরেও টহল দেবে আধা সামরিক বাহিনী।
প্রথম দফা মোটের ওপর শান্তিপূর্ণ থাকলেও, বিক্ষিপ্ত গোলমালের ঘটনা ঘটেছে দ্বিতীয় পর্যায়ে। রক্ত ঝরেছে জামুড়িয়া কেশপুর সবংয়ে। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে।শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধী শিবির। মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ।ডেকে পাঠানো হয় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। বৈঠকে শেষে নির্বাচন কমিশন জানিয়ে দেয় রাজ্য আসছে আরও কেন্দ্রীয় বাহিনী।
দ্বিতীয় দফায় রাজ্যে আসছে আরও ৪০০ কোম্পানি আধা সেনা দ্বিতীয় দফায় রাজ্যে মোতায়েন থাকবে প্রায় আটশো কোম্পানি আধা সামরিক বাহিনী অসমের ভোট শেষ। সেখান থেকেই ৪০০ কোম্পানি আধা সেনা রাজ্যে আসছে প্রতি বুথের পাশাপাশি আধা সেনা মোতায়েন থাকবে সবকটি সেক্টরেও দ্বিতীয় দফায় রাজ্যের সবকটি সেক্টরের জন্য মোতায়েন থাকবে মোট ১৫০০ পেট্রোলিং ভ্যান ভ্যানে থাকা কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দেবে নির্বাচন কমিশনের আশা, দ্বিতীয় দফায় বাহিনী নিয়ে কোনও অভিযোগ উঠবে না।