সুষ্ঠু নির্বাচনে জিপিএস-এর দ্বারস্থ কমিশন

উপনির্বাচনে গোলমাল এড়াতে এবার জিপিএস ডিভাইস সিস্টেম ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন। আসন্ন উপনির্বাচনে সেক্টর অফিসারের হাতে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির এই ডিভাইস। ভারতে প্রথমবার পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার করতে চলেছে কমিশন।

Updated By: Feb 21, 2013, 11:29 AM IST

উপনির্বাচনে গোলমাল এড়াতে এবার জিপিএস ডিভাইস সিস্টেম ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন। আসন্ন উপনির্বাচনে সেক্টর অফিসারের হাতে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির এই ডিভাইস। ভারতে প্রথমবার পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার করতে চলেছে কমিশন।  
আগামী তেইশে ফেব্রুয়ারি রাজ্যের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচন। উপনির্বাচনে তিনটি কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা সাতশো তেতাল্লিশটি। নলহাটি  ইংরেজবাজার ও রেজিনগর এই তিন বিধানসভা আসনেই গোলমাল হতে পারে বলে আশঙ্কা করছে কমিশন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার জিপিএস ডিভাইসের ওপর ভরসা রাখছে কমিশন।
কীভাবে ব্যবহার হবে জিপিএস সিস্টেম?
সেক্টর অফিসারের হাতে থাকবে একটি অ্যানড্রয়েড ফোন
তার মাধ্যমে সংশ্লিষ্ট অফিসারের অবস্থান সহজেই জানতে পারবেন ইলেকশন অফিসার
সবুজ সংকেতের মাধ্যমে ওই আধিকারিকের গতিবিধির ওপর নজর রাখতে পারবেন নির্বাচনী আধিকারিক
বুথে কোনও সমস্যা হলে আধিকারিক বিশেষ কোডের মাধ্যমে জানাতে পারবেন অফিসে
নির্বাচনী আধিকারিক ছাড়াও, জেলাশাসক ও রিটার্নিং অফিসার, সেক্টর অফিসারের গতিবিধি লক্ষ্য করতে পারবেন

.