ভোটে হিংসার অভিযোগ মানল কমিশন, পাল্টা তোপ শাসকের
ভোটে হিংসা হয়েছে, দিনের শেষে মেনে নিল কমিশন। রাজ্যের নির্বাচন কমিশনার সাফ জানালেন, ঠিকমতো ভোট হলে এত অভিযোগ আসত না। কমিশনের এই স্বীকারোক্তিতে তোপ দেগেছে শাসকদল। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য, কমিশন কি ভগবান নাকি?
ব্যুরো: ভোটে হিংসা হয়েছে, দিনের শেষে মেনে নিল কমিশন। রাজ্যের নির্বাচন কমিশনার সাফ জানালেন, ঠিকমতো ভোট হলে এত অভিযোগ আসত না। কমিশনের এই স্বীকারোক্তিতে তোপ দেগেছে শাসকদল। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য, কমিশন কি ভগবান নাকি?
রিগিং, বুথ জ্যাম, হুমকি, গুলি, বোমাবাজি। সকাল থেকেই অভিযোগের পাহাড় জমা পড়ছিল রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। কখনও প্রার্থী, কখনও বা প্রার্থীর প্রতিনিধি, শনিবার বারবার অভিযোগ নিয়ে বিরাধীরা কমিশনের দ্বারস্থ হয়েছেন।
বিরোধীদের আনা এসব অভিযোগের অবশ্য মানতে নারাজ সরকার পক্ষ।
সন্ত্রাসমুক্ত ভোট তত্বে শিল মোহর দিয়েছেন কলকাতার পুলিস কমিশনার সুরজিত্ কর পুরকায়স্থও।
দিনের শেষে অবশ্য শাসকদলের অস্বস্তি বাড়ালেন নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়।
নির্বাচন কমিশনারের মন্তব্যকে খারিজ করে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
বিরোধীদের অভিযোগ , আগে কেন ব্যবস্থা নেয়নি কমিশন।