টানেলে জল ভরার কাজে কেএমআরসিএলকে সাহায্য করবে পুরসভা

জানা গিয়েছে, প্রয়োজনে আজ বিকেল থেকেই জলের গাড়ি দরকার হতে পারে। যদিও প্রাথমিক ভাবে নিজেদের বোরিং মেশিন দিয়েই জল ভরবে কেএমআরসিএ। তবে কাজ না হলে সেক্ষেত্রে পুরসভার সাহায্য নেবে তারা। 

Updated By: Sep 10, 2019, 06:04 PM IST
টানেলে জল ভরার কাজে কেএমআরসিএলকে সাহায্য করবে পুরসভা

নিজস্ব প্রতিবেদন: বউবাজারের বিপর্যস্ত টানেলে কাজ শুরু হয়েগিয়েছে। গতকালই শেষ হয়েছে টানেলের ভিতর দ্বিতীয় পাঁচিল তৈরির কাজ। এবার শুরু হবে জলের পাল্টা চাপের কাজ। এই চাপ সৃষ্টি করেই বের করা হবে আগের জল। কেএমআরসিএলের তরফে জানানো হয়েছে পূর্বনিধারণ মতো ১০০ মিটার নয়। জল ভরতে হবে ১১২ মিটার এলাকা জুড়ে। সেই হিসেবেই শুরু হয়েছে কাজ।

কেএমআরসিএল জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় দেওয়ালের মাঝের দূরত্ব প্রায় ১২ মিটার। যে প্রেসারে জল ঢোকানো হবে তা প্রথম দেওয়াল সহ্য নাও করতে পারে। সে ক্ষেত্রে জলের চাপে প্রথম দেওয়াল ভেঙে গেলে দ্বিতীয় দেওয়াল পর্যন্তই জল ভরতে হবে। সূত্রের খবর, জল ভরার কাজের জন্য পুরসভার সাহায্য় চেয়েছে কেএমআরসিএল।

আরও পড়ুন: বউবাজারে ধস রুখতে সুড়ঙ্গের ভিতর দ্বিতীয় পাঁচিল তৈরির কাজও শেষ

জানা গিয়েছে, প্রয়োজনে আজ বিকেল থেকেই জলের গাড়ি দরকার হতে পারে। যদিও প্রাথমিক ভাবে নিজেদের বোরিং মেশিন দিয়েই জল ভরবে কেএমআরসিএ। তবে কাজ না হলে সেক্ষেত্রে পুরসভার সাহায্য নেবে তারা। 

.