আনন্দের পুজোয় নিরানন্দের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

এবার পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। নিম্নচাপের জেরে আগামি কয়েকদিনও বৃষ্টি থেকে রেহাই  মিলবে না রাজ্যবাসীর। 

Updated By: Sep 30, 2013, 05:38 PM IST

এবার পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। নিম্নচাপের জেরে আগামি কয়েকদিনও বৃষ্টি থেকে রেহাই  মিলবে না রাজ্যবাসীর। 
রাজ্য থেকে এখনও পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। মড়ার ওপর খাঁড়ার ঘা একের পর এক নিম্নচাপ। আর এই দুয়ের জেরে মাটি হতে বসেছে পুজোর আনন্দ। এবার পুজোয় বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল,  পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
 
স্বস্তি মিলবে না পুজোর আগেও। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপ এখনও একই জায়গায় থমকে রয়েছে।যার জেরে গতদুদিন ধরে বৃষ্টি চলছে গোটা রাজ্য। আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমান সামান্য কমলেও, পরিস্থিতি খুব একটা বদলাবে না। দক্ষিণবঙ্গের পাশপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
একটানা বৃষ্টিতে ইতিমধ্যেই চরম সমস্যায় কুমোরটুলির শিল্পীরা। থমকে প্যান্ডেল তৈরির কাজ। হাওয়া অফিসের এই পূর্বাভাস, বাঙালির মন যে অনেকটাই ভেঙে দিল তা নিশ্চিত।

.