সুষ্ঠুভাবে বিসর্জনের জন্য একগুচ্ছ ব্যবস্থা, ১৬টি ঘাটে থাকছে ওয়াচ টাওয়ার, দমকলের ব্যবস্থা

আজ বারোয়ারি পুজোর বিসর্জন। সুষ্ঠুভাবে বিসর্জনের জন্য একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিস।

Updated By: Oct 13, 2016, 08:47 AM IST
সুষ্ঠুভাবে বিসর্জনের জন্য একগুচ্ছ ব্যবস্থা, ১৬টি ঘাটে থাকছে ওয়াচ টাওয়ার, দমকলের ব্যবস্থা

ওয়েব ডেস্ক: আজ বারোয়ারি পুজোর বিসর্জন। সুষ্ঠুভাবে বিসর্জনের জন্য একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিস।

বেলা আড়াইটা থেকে শুরু হবে বিসর্জন। চারটের পর থেকে প্রতিমা নিরঞ্জনের চাপ বাড়বে। সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিস। বাবুঘাট, গোয়ালিয়র ঘাট আর নিমতলায় সব থেকে বেশি বিসর্জন হবে। কড়া নিরাপত্তা থাকছে এই ঘাটগুলিতে। গঙ্গায় থাকবে রিভার ট্রাফিক পুলিস আর বিপর্যয় মোকাবিলা বাহিনীর একুশটি নৌকা। কলকাতার ২৪টি ঘাটের মধ্যে ১৬টিতে ওয়াচ টাওয়ার আলাদা আলো, দমকলের ব্যবস্থা থাকছে। শহর জুড়ে যান চলাচল নির্বিঘ্নে করতে বাড়তি ট্রাফিক পুলিস মোতায়েন করা হবে। শুক্রবারই বেশিরভাগ প্রতিমা বিসর্জন হবে বলে অনুমান পুলিসের।

.