উত্‍সবের আনন্দ ছড়িয়ে মণ্ডপে মায়ের যাত্রা শুরু

মাঝে আর মাত্র চারদিন। তবু এরই মধ্যে মহালয়ার রাত থেকে মণ্ডপে মণ্ডপে যেতে শুরু করেছে দেবী প্রতিমা। কুমোরটুলি থেকে বিশাল বিশাল প্রতিমা নিয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা। থিমের প্যাণ্ডেলে আগেই পৌঁছে যাচ্ছে সপরিবারে উমা।

Updated By: Oct 16, 2012, 09:48 AM IST

মাঝে আর মাত্র চারদিন। তবু এরই মধ্যে মহালয়ার রাত থেকে মণ্ডপে মণ্ডপে যেতে শুরু করেছে দেবী প্রতিমা। কুমোরটুলি থেকে বিশাল বিশাল প্রতিমা নিয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা। থিমের প্যাণ্ডেলে আগেই পৌঁছে যাচ্ছে সপরিবারে উমা।
মাঝে আর মাত্র চারদিন। মহালয়ার রাত থেকেই পুজো মণ্ডপে যেতে শুরু করেছে দেবী প্রতিমা। কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা ব্যাহত হয়েছিল প্রতিমা তৈরির কাজ। কিন্তু সোমবার রাত থেকেই মণ্ডপে মণ্ডপে পৌঁছতে শুরু করেছেন দেবী দূর্গা। কুমোরটুলিতে তাই শেষ মূহূর্তের ব্যস্ততা। পুজো উদ্যোক্তারা হাজির প্রতিমা নিয়ে যেতে।
 
তৃতীয়া, চতুর্থীতেই বারোয়ারী পুজোর উদ্বোধন হয়ে যায়। আর থিমের মণ্ডপের কাজ শেষ করার আগেই প্রতিমা নিয়ে যেতে হয়। সেকারণে সোমবার রাত থেকেই চরম ব্যস্ততা কুমোরটুলিতে।
 

.