ধর্ষণকে লঘু করতে সংবাদমাধ্যমকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

একের পর এক ধর্ষণের ঘটনা প্রকাশ করার জন্য ফের সংবাদমাধ্যমের বিরুদ্ধে বোমা বর্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় মুখপত্রের শারদীয়া সংখ্যার উদ্বোধনে এসে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংবাদিকদের। প্রশ্ন তুললেন তাঁদের যোগ্যাতা নিয়েও। সাংবাদিকদের কী করণীয় সেব্যাপারেও রীতিমতো উপদেশ দিলেন তিনি।

Updated By: Oct 15, 2012, 09:36 PM IST

একের পর এক ধর্ষণের ঘটনা প্রকাশ করার জন্য ফের সংবাদমাধ্যমের বিরুদ্ধে বোমা বর্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় মুখপত্রের শারদীয়া সংখ্যার উদ্বোধনে এসে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংবাদিকদের। প্রশ্ন তুললেন তাঁদের যোগ্যাতা নিয়েও। সাংবাদিকদের কী করণীয় সেব্যাপারেও রীতিমতো উপদেশ দিলেন তিনি।
প্রকৃতপক্ষে সোমবার দলীয় মুখপত্রের শারদীয়ার উদ্বোধনী মঞ্চ হয়ে উঠল সংবাদমাধ্যমকে আক্রমণের ক্ষেত্র। জাগো বাংলার শারদীয়া সংখ্যার উদ্বোধনে প্রবীণ সাংবাদিদের সংবর্ধনার পাশাপাশি নবীন প্রজন্মের সাংবাদিকদের কুচক্রী এবং অশিক্ষিত আখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চ্যানেলে আসা বিশিষ্টদেরও আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তবে একের পর এক ধর্ষণের ঘটনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি মুখ্যমন্ত্রীর গলায়। উল্টে তিনি বলেন, ধর্ষণের ঘটনাকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে সাংবাদমাধ্যম।
রাজনৈতিকমহলের মতে, আসানসোলের ইউনিয়ন রুমে ধর্ষণকাণ্ডের পর বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছে কড়া বার্তা আশা করেছিল গোটা রাজ্য।  ঠিক সেই সময় গোটা ঘটনাকে কার্যত ছোট করে দেখিয়ে সংবাদমাধ্যমকে বেনজির আক্রমণের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.