দমদম স্টেশনে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আরপিএফ জওয়ানের বিরুদ্ধে
দমদম স্টেশনে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক আরপিএফ জওয়ানের বিরুদ্ধে। বনহুগলিতে ট্রেনিংয়ে যোগ দিতে যাওয়ার জন্য ট্রেনে চেপে দমদম স্টেশনে পৌছন ওই কলেজছাত্রী। টিকিট পরীক্ষক টিকিট চাইলে তা দেখাতে পারেননি তিনি। ওই ছাত্রীর দাবি, তাড়াহুড়োয় টিকিট কাটতে পারেননি তিনি। এরপর কলেজের পরিচয়পত্রও দেখান ওই ছাত্রী।
ওয়েব ডেস্ক: দমদম স্টেশনে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক আরপিএফ জওয়ানের বিরুদ্ধে। বনহুগলিতে ট্রেনিংয়ে যোগ দিতে যাওয়ার জন্য ট্রেনে চেপে দমদম স্টেশনে পৌছন ওই কলেজছাত্রী। টিকিট পরীক্ষক টিকিট চাইলে তা দেখাতে পারেননি তিনি। ওই ছাত্রীর দাবি, তাড়াহুড়োয় টিকিট কাটতে পারেননি তিনি। এরপর কলেজের পরিচয়পত্রও দেখান ওই ছাত্রী।
তাঁর অভিযোগ, কোনও কথা না শুনে তাঁকে স্টেশনের একটি ঘরের মধ্যে নিয়ে যান টিকিট পরীক্ষক। টিকিট পরীক্ষকের সঙ্গে ছিলেন এক আরপিএফ জওয়ান। ঘরে ঢোকানোর সময় আরপিএফ জওয়ান তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ছাত্রীর। পুরো বিষয়টি রেলের আধিকারিকদের জানান তিনি। পরে আরপিএফ জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।