বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে প্রথম দিনই এল কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে লগ্নির প্রস্তাব এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা মুখ্যমন্ত্রীর। প্রথম দিনই এসেছে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। সম্মেলনে বণিকমহলের মনোভাব যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।      

Updated By: Jan 7, 2015, 05:51 PM IST
বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে প্রথম দিনই এল কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

ওয়েব ডেস্ক: বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে লগ্নির প্রস্তাব এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা মুখ্যমন্ত্রীর। প্রথম দিনই এসেছে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। সম্মেলনে বণিকমহলের মনোভাব যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।      

বেঙ্গল লিডসের মঞ্চ এখন আরও বড়। রাজ্য সরকারের প্রথম গ্লোবাল বিজনেস সামিটের প্রথম দিনে হাজির ছিলেন ২০টি দেশের প্রতিনিধিরা। দেশের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে
সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্তারাও। প্রথম দিনেই এসেছে একাধিক বিনিয়োগের প্রস্তাব।

২০৩৫ সালের মধ্যে রাজ্যে ৪০ হাজার কোটি টাকা লগ্নি করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল। রাজ্য সরকারের হাতে ২২ শতাংশ অংশীদারিত্ব থাকা বীরভূমের দেউচা-পাঁচামি কয়লাখনিতে ১২ হাজার কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হুগলিতে ছ-হাজার কোটি টাকা ব্যয়ে উপনগরী তৈরির প্রস্তাব দিয়েছে হীরানন্দানি গোষ্ঠী। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির উপস্থিতিতে সই হয়েছে একাধিক চুক্তি। সাগরে গভীর সমুদ্র বন্দর ভোরসাগর নির্মাণে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।

কলকাতা-শিলিগুড়ি সড়ক উন্নয়নে আসবে চার হাজার পাঁচশো কোটি টাকা। সড়ক পরিবহণ ও জাহাজমন্ত্রকের কাছ থেকে সব মিলিয়ে ১৪০ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  বৃহস্পতিবার, বিশ্ববঙ্গ সম্মেলনের দ্বিতীয় দিনে আরও অনেক লগ্নির প্রস্তাব আসবে বলে আশা করছে রাজ্য সরকার।

.