Dilip Ghosh: আস্তিনে লুকিয়ে কী এমন অস্ত্র! শুভেন্দুর ১২ ডিসেম্বরের রহস্যে জল ঢেলে দিলেন দিলীপ

শান্তনু সেন বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিরাজ করে। এখানে যে কোনও রাজনৈতিক দল যা কিছু করতে পারে। ব্রাজিলের মাঠে পাড়ার কোনও দল যদি খেলতে যায় তাহলে তাকে কেউ গুরুত্ব দেয় না। ডিসেম্বরে সার্কাস হয়। ভারতীয় জুমলা পার্টির সার্কাস দেখার অপেক্ষায় রয়েছি

Updated By: Dec 12, 2022, 04:50 PM IST
Dilip Ghosh: আস্তিনে লুকিয়ে কী এমন অস্ত্র! শুভেন্দুর ১২ ডিসেম্বরের রহস্যে জল ঢেলে দিলেন দিলীপ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপেক্ষা করুন, ডিসেম্বর মাসের তিনটে তারিখের উপরে নজর রাখুন। রাজ্যের একাধিক জায়গায় সভা করে ওই কথা বলে বেড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি গত সপ্তাহে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দু এমনও বলেছেন, 'ডিসেম্বরে ফের আসব। বিজয় উত্সব হবে। ছোট হাতি করে লাড্ডু নিয়ে আসব।' আজ সেই ১২ ডিসেম্বর। তাঁর সভা রয়েছে হাজরায়। কিন্তু কী রহস্য লুকিয়ে রয়েছে শুভেন্দুর মন্তব্যে?

আরও পড়ুন- 'মোদীকে খুন করার জন্য তৈরি হোন', কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড়...  

শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ চাঁচাছোলা ভাষায় বলেন, 'জানি না ১২ তারিখের সঙ্গে কী বিশেষ সম্পর্ক রয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে বলে আমার মনে হয় না।' উল্লেখ্য, ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখের উপরে বিশেষ নজর রাখার কথা বলেছেন শুভেন্দু। তাঁর কথা অনুযায়ী ওই তিন দিনের মধ্যে বড়সড় কিছু ঘটতে পারে রাজ্য রাজনীতিতে।

গতকাল শুভেন্দু অধিকারী এক সভায় বলেন, আগে লোক বলতো কলকাতা চলো। ব্রিগেড চলো। এখন পিসি-ভাইপো বলছে কাঁথি চলো। আগামিকাল চোরদের মহারানী ও তোলবাজ ভাইপোর বাড়ির কাছে আমার ও সুকান্ত মজুমদারের সভা রয়েছে। চোর ধরো জেল ভরো। অপেক্ষা করুন। অন্যদিকে, নন্দীগ্রামে এক সভায় শুভেন্দু বলেন, এই সরকারের আরও অনেক কেলেঙ্গারি বেরিয়ে আসবে। যারা কয়লা, বালি, টেট কেলেঙ্কারি সঙ্গে জড়িত তাদের অনেকেই জেলে যাবে।

শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিরাজ করে। এখানে যে কোনও রাজনৈতিক দল যা কিছু করতে পারে। ব্রাজিলের মাঠে পাড়ার কোনও দল যদি খেলতে যায় তাহলে তাকে কেউ গুরুত্ব দেয় না। ডিসেম্বরে সার্কাস হয়। ভারতীয় জুমলা পার্টির সার্কাস দেখার অপেক্ষায় রয়েছি। বিজেপির সভায় লোক হয় না। ওরা বুঝতে পারে সভা ফ্লপ হতে চলেছে। তাই আগে থেকে এমন বাহানা তৈরি করে।

এনিয়ে কুণাল ঘোষ বলেন, বুঝুন। একজন বলছেন দেখিয়ে দেব। দিলীপ বলছেন কোনও সম্পর্ক নেই। দিলীপ বিজেপি, শুভেন্দু বিজেপি। এবার শুভেন্দু কিছু বলুক। এই যে তারিখ, কাঁথি সভা। এর মাঝে শুভেন্দু ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। বীরবাহাকে বলেছিলেন জুতোর তলায় থাকে। মন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন পুলিস নেব না, ক্ষমতা থাকলে কেন্দ্রীয় বাহিনী ছেড়ে ঝাড়গ্রামে সভা করুক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.