আলোচনা চলবে: সুজাত ভদ্র
মাওবাদীদের সঙ্গে আলোচনা ও শান্তি প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। মঙ্গলবার মহাকরণে মাওবাদী সমস্যা নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে সরকারের বৈঠক হয়। সেই বৈঠকের শেষে মধ্যস্থতাকারীদের অন্যতম সুজাত ভদ্র জানিয়ে দেন, মাওবাদীদের সঙ্গে আলোচনা চলবে। শান্তি প্রক্রিয়াও বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
মাওবাদীদের সঙ্গে আলোচনা ও শান্তি প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। মঙ্গলবার মহাকরণে মাওবাদী সমস্যা নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে সরকারের বৈঠক হয়। সেই বৈঠকের শেষে মধ্যস্থতাকারীদের অন্যতম সুজাত ভদ্র জানিয়ে দেন, মাওবাদীদের সঙ্গে আলোচনা চলবে। শান্তি প্রক্রিয়াও বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি মধ্যস্থতাকারীরা। সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও সরকারের পক্ষে বৈঠকে ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মধ্যস্থতাকারীদের মধ্যে ছিলেন সুজাত ভদ্র, ছোটন দাস, প্রসূন ভৌমিক ও কল্যাণ মিত্র। গত শনিবারই ঝাড়গ্রামে সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের শান্তিপ্রক্রিয়ায় যোগ দিতে সাতদিনের সময়সীমা বেঁধে দেন।