গণতান্ত্রিক ব্যবস্থায় বদল চাই, না হলে ভোট নিয়ে ভাবতে হবে: দিলীপ

দিন কয়েক আগে অমিত শাহ মন্তব্য করেছিলেন, বাংলায় গুরুতর পরিস্থিতি। বিজেপি নেতৃত্ব রাষ্ট্রপতি শাসনের দাবি ন্যায়সঙ্গত।

Reported By: অঞ্জন রায় | Updated By: Oct 29, 2020, 11:07 PM IST
গণতান্ত্রিক ব্যবস্থায় বদল চাই, না হলে ভোট নিয়ে ভাবতে হবে: দিলীপ

নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিজেপি নেতাদের রাষ্ট্রপতি শাসনের দাবি সঙ্গত। দিন কয়েক আগে একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন অমিত শাহ। বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন,''রাষ্ট্রপতি শাসন চাইব কিনা, তা নির্ভর করছে পরিস্থিতির উপরে।'' 

এ দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,''রাষ্ট্রপতি শাসন কোনও গণতান্ত্রিক পরিবেশ কাম্য নয়। তবে পরিস্থিতি কোন দিকে যায়, তার উপর নির্ভর করবে সবটা। এটা ঠিক যে প্রশাসনের কর্মীরা পুরোপুরো রাজনীতির লোক হয়ে গিয়েছেন।'' লোকসভা ভোটেও ব্যাপক হিংসার অভিযোগ তুলেছেন দিলীপবাবু। তাঁর কথায়,''কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বাংলায় লোকসভা নির্বাচনে সব আসনে রিগিং, হিংসা হয়েছে। গোটা দেশে ভোট হল, অথচ যত ঝামেলা এখানে। পঞ্চায়েত ভোটেও তো একই জিনিস দেখলাম।''

তাহলে কি রাষ্ট্রপতি শাসন চাইবেন? দিলীপের জবাব, রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থাতেই পরিবর্তন হোক। কিন্তু সেটা না হলে তো ভোট কীভাবে করতে হবে, তা নিয়ে ভাবতে হবে।''

দিন কয়েক আগে অমিত শাহ মন্তব্য করেছিলেন, বাংলায় গুরুতর পরিস্থিতি। বিজেপি নেতৃত্ব রাষ্ট্রপতি শাসনের দাবি ন্যায়সঙ্গত। তবে ভারত সরকার রাজ্যপালের সুপারিশ মেনে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বিজেপি নেতারা যে দাবি করছেন, তা অনুচিত নয়।

আরও পড়ুন- সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর

.