হিন্দুরা এদেশেই থাকবেন, বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের তাড়ানো হবে: দিলীপ
অসমের নাগরিকপঞ্জীতে ১৯ লক্ষ লোকের নাম ওঠেনি। তার মধ্যে ১২ লক্ষই হিন্দু বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: বাঙালিদের বাংলা থেকে উচ্ছেদ করতে চাইছে বিজেপি। তৃণমূল নেত্রীর অভিযোগের জবাব দিলেন দিলীপ ঘোষ। বললেন, ''আমরা কাউকে তাড়াতে চাই না। বাংলাদেশের মুসলিম ও রোহিঙ্গারা মমতার আশ্রয়ে থাকে। হিন্দুরা এদেশেই থাকবে।''
অসমের নাগরিকপঞ্জীতে ১৯ লক্ষ লোকের নাম ওঠেনি। তার মধ্যে ১২ লক্ষই হিন্দু বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপের আশ্বাস, হিন্দুদের ভয় পাওয়ার কারণ নেই। সমস্ত বিরোধী এক হলেও এনআরসি রুখতে পারবে না।
বিজেপির রাজ্য সভাপতির কথায়,''আমরা কাউকে তাড়াতে চাইছি না। ভারতের উন্নয়নে বাধা দিতে চায়। আইনশৃঙ্খলায় বাধা দেয়। এখানকার মানুষকে অতিষ্ঠ করে। প্রায় ২ কোটি বাংলাদেশি মুসলিম ঢুকেছে। এক কোটি রয়েছে পশ্চিমবঙ্গে। এক কোটি জম্মু পর্যন্ত চলে গিয়েছে। ওপার বাংলায় অত্যাচারিত পীড়িত, তাঁদের ভারতে থাকার সুযোগ দেব। হিন্দুদের নাগরিকত্ব দেব।''
এদিন মমতা বলেন, “বাংলায় এনআরসি হবে না। বাংলা কখনও মাথা নত করবে না, বাংলাকে হিংসা করে লাভ হবে না। বাংলায় ২কোটি তো দূরের কথা, আগে ২ জনের গায়ে হাত দিয়ে দেখাও।'' দিলীপের পাল্টা মন্তব্য, ''ওনার ক্ষমতা সবাই জেনে গিয়েছে। নোটবন্দির বিরোধিতা করেছেন। জিএসটি-র বিরোধিতা করেছিলেন। তা চালু হয়েছে। ৩৭০ ধারার বিরোধিতা করেছেন। আমরা তুলে দেখিয়ে দিয়েছি। তিন তালাকেরও বিরোধিতা করেছেন। ওনাকে বেঁচে থেকে দেখে যেতে হবে। গলা ধাক্কা দিয়ে বের করব বিদেশিদের। এটা দিলীপ ঘোষ বলছে।''
আরও পড়ুন- মহালয়ায় রাজ্যজুড়ে তর্পণ রাজ্য বিজেপির, কলকাতায় গঙ্গার ঘাটে থাকবেন নাড্ডা