পড়ুয়াদের মধ্যে বিভেদ সৃষ্টি কেন? কী ষড়যন্ত্র? ডাইনিং নির্দেশিকায় প্রশ্ন দিলীপের
৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া রয়েছে এমন সরকারি বা সরকার পোষিত স্কুলগুলি নির্মাণ করতে হবে ডাইনিং হল।
নিজস্ব প্রতিবেদন: সরকারি বা সরকার পোষিত স্কুলগুলিতে সংখ্যালঘু পড়ুয়া ৭০ শতাংশের অধিক হলে ডাইনিং হল তৈরির নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন নির্দেশিকার নেপথ্যে দুরভিসন্ধি হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, কেন ধর্মের ভিত্তিতে পড়ুয়াদের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে?
প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে,৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া রয়েছে এমন সরকারি বা সরকার পোষিত স্কুলগুলি নির্মাণ করতে হবে ডাইনিং হল। ওই নির্দেশিকাটি টুইট করে সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি প্রশ্ন তুলেছেন, ধর্মের ভিত্তিতে পড়ুয়াদের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে কেন? বিভেদের পিছনে কি দুরভিসন্ধি রয়েছে? আর একটা ষড়যন্ত্র?
1.1 The West Bengal Government has issued a circular whereby it has directed the school authorities where 70 % or more students are from the Muslim community to reserve a dining hall with seating arrangements for them. pic.twitter.com/cwYQWngDtW
— Dilip Ghosh (@DilipGhoshBJP) June 27, 2019
1.2 Why this discrimination between the students on the basis of religion? Is there some other malafide motive behind this segregation?
Another conspiracy ?— Dilip Ghosh (@DilipGhoshBJP) June 27, 2019
সর্বশিক্ষা অভিযান প্রকল্পে দেশের প্রতিটি স্কুলেই পড়ুয়াদের দেওয়া হয় মিড ডে মিল। হঠাত্ করে সংখ্যালঘু সংখ্যাধিক্য স্কুলে নির্দেশিকা ঘিরে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন- চারশো কোটি প্রশান্তকে দিতে হবে না, মমতাকে 'পরিত্রাণে'র উপায় বাতলে দিলেন মুকুল