'বাংলা মায়ের দামাল ছেলে...', কর্মীদের মিছিলে বাড়িতে গেলেন কোভিডমুক্ত দিলীপ

অনুগামীরা মিছিল করে  দিলীপকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেন।

Updated By: Oct 20, 2020, 04:40 PM IST
'বাংলা মায়ের দামাল ছেলে...', কর্মীদের মিছিলে বাড়িতে গেলেন কোভিডমুক্ত দিলীপ

নিজস্ব প্রতিবেদন: করোনামুক্ত হলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি। আর সামাজিক দূরত্বের বিধি তোয়াক্কা না করে মিছিল করে দিলীপকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিলেন অনুগামীরা। স্লোগান উঠল, বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ জিন্দাবাদা বিজেপির রাজ্য সভাপতির সাফাই, এতদিন দেখতে পাননি। না বলা সত্ত্বেও এসেছেন ওঁরা।      

গত ১৬ অক্টোবর জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন দিলীপ ঘোষ। করোনামুক্ত হওয়ার পর মঙ্গলবার বাড়ি ফিরলেন। ১৪ দিন নিভৃতবাসে কাটাতে হবে তাঁকে। এ দিন দিলীপের সঙ্গে দেখা করতে হাসপাতালের বাইরে ভিড় করেন অনুগামীরা। ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। দিলীপের কথায়, ''কাশি-জ্বর ছিল। বাড়িতেই ছিলাম। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। এখন সুস্থ। সব পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক। চিন্তার কোনও কারণ নেই। বাড়িতে কটা দিন কাটালে আরও সুস্থ হয়ে উঠব।''         

অনুগামীরা মিছিল করে  দিলীপকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেন। কোভিডবিধি লঙ্ঘন কেন? বিজেপির রাজ্য সভাপতি বলেন, ''কোভিড হলে সকলের টেনশন হয়। সবাই তাই দেখা করতে এসেছেন। না বলা সত্ত্বেও এসেছেন। সবাইকে ধন্যবাদ। বিশ্ব শান্তির জন্য যজ্ঞ হচ্ছে। মায়ের কাছে প্রার্থনা করি অতিমারি থেকে যেন তাড়াতাড়ি মুক্তি দেন।'' 

আরও পড়ুন- "আমার সহ-নাগরিকদের একটি বার্তা দেব" আজ সন্ধ্যায় ফের জাতির উদ্দেশে ভাষণ মোদীর 

.