'মাথা উঁচু করে জেলে যান, লোকে দেখতে চায়', Abhishek প্রসঙ্গে Dilip; 'ভিত্তিহীন মন্তব্য', পাল্টা Kunal-র
আজ দিল্লিতে ইডি-র (ED) সদর দফতরে হাজিরা দিতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: "মাথা উঁচু করেই জেলে যান। সেটাও দেখতে চায় লোকে। যাদের আপাদমস্তক দুর্নীতির কালি লেগে আছে। কোনওকিছুই বাকি নেই। কয়লাপাচার, গরুপাচার, বালিপাচার, পাথরপাচার... সবকিছুতে যাদের নাম জড়িয়ে গিয়েছে, সেইসব লোকেদের বড় বড় কথা সাজে না। ইডি (ED) তলব করেছে, নির্দোষ প্রমাণ হয়ে আসুন।" ঠিক এভাবেই চাঁছাছোলা ভাষায় অভিষেককে (Abhishek Banerjee) কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
যার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ চেহারা নিয়ে দিলীপবাবুদের দল বিজেপি কাজ করছে ও দিলীপবাবুরা (Dilip Ghosh) ভিত্তিহীন কিছু মন্তব্য করছেন। কাউকে ডাকলেই বা কাউকে হেনস্থা করা শুরু হলেই, যতক্ষণ না কোনও দোষ প্রমাণিত হচ্ছে তিনি অপরাধী হন না। কিন্তু এটা প্রমাণিত যে, যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠে, তারা বিজেপিতে নাম লেখালেই তদন্তটা বন্ধ হয়ে যায়।" প্রশ্ন তোলেন, নারদা-সারদা কেলেঙ্কারিতে নাম থাকা সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না?
প্রসঙ্গত, আজ দিল্লিতে ইডি-র (ED) সদর দফতরে হাজিরা দিতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকাল ১১টার কিছু আগে হাজিরা দিতে ইডি-র দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee At ED)। ইডি-র সদর দফতরে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। কয়লাপাচার কাণ্ডে (Coal Scam) সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) তলব করেছে ইডি (ED)।
দিল্লিতে ইডির তলব নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক-রুজিরা। কলকাতার ইডি অফিসে ডাকার আর্জি জানান আবেদনে। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন অভিষেক-রুজিরা। কিন্তু আজ সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেনি। এরপরই ১১টার কিছু আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে পৌঁছন অভিষেক (Abhishek Banerjee At ED)।
আরও পড়ুন, Abhishek Banerjee At ED: হাজিরা দিতে দিল্লিতে ED-র সদর দফতরে অভিষেক
By-election West Bengal: বালিগঞ্জে বাবুল, আসানসোলে শত্রুঘ্ন; সোমবার মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীদের