চিড়িয়ামোড়ে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু ৭ বছরের ছাত্রীর

সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল বছর সাতেকের এক ছাত্রীর। আজ সকালে চিড়িয়ামোড়ে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল ছাত্রীটি। হঠাতই সিমেন্ট বোঝাই লরিটি পিছোতে গিয়ে চাপা দেয় ছাত্রীটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীটির।

Updated By: May 8, 2015, 10:36 AM IST
চিড়িয়ামোড়ে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু ৭ বছরের ছাত্রীর

ওয়েব ডেস্ক: সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল বছর সাতেকের এক ছাত্রীর। আজ সকালে চিড়িয়ামোড়ে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল ছাত্রীটি। হঠাতই সিমেন্ট বোঝাই লরিটি পিছোতে গিয়ে চাপা দেয় ছাত্রীটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীটির।

এরপরই ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকলের গাড়িও ভাঙচুর করেন উত্তেজিত জনতা। এলাকাবাসীর বক্তব্য ওই এলাকায় কাশীপুর রেলইয়ার্ড থেকে বের হওয়া লরি থেকে টাকা নেয় পুলিস।

পুলিসকে দেখেই লরিটি দ্রুত পিছিয়ে আসতে থাকে। আর এতেই ঘটে বিপত্তি। ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় বিটি রোডে।

.