গতকাল আসেননি, আজ ফের তলব সিঁথিকাণ্ডের মূল অভিযুক্ত SI-কে
পুলিস সূত্রে খবর, গতকাল ডাকা হলেও তিনি আসেননি। আজ জিজ্ঞাসাবাদের জোরালো সম্ভাবনা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সিঁথিকাণ্ডে আজ জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্ত সাব ইন্সপেক্টর সৌমেন্দ্র নাথ দাসকে। পুলিস সূত্রে খবর, গতকাল ডাকা হলেও তিনি আসেননি। আজ জিজ্ঞাসাবাদের জোরালো সম্ভাবনা রয়েছে। সিঁথিকাণ্ডের পর পাঁচদিন কেটে গিয়েছিল, মূল অভিযুক্ত পুলিস অফিসারসৌমেন্দ্র নাথ দাসকে জেরা করতে পারেননি গোয়েন্দারা। কারণ ঘটনার পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। গতসন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পান সাব ইন্সপেক্টর সৌমেন্দ্র মোহন দাস। এবার তাঁকে জেরা করার প্রস্তুতি শুরু হয়।
আরও পড়ুন: আরএসএসের সঙ্গে যুঝতে সঙ্ঘের মতোই কমরেডদের কসরতের নিদান সিপিএমের!
ঘটনার সূত্রপাত, ১০ ফেব্রুয়ারি। এদিন সকাল এগারোটা নাগাদ চুরির অভিযোগ সিঁথি থানায় নিয়ে আসা হয় কাগজকুড়ানি আশুরা বিবি ও বাহান্ন বছরের রাজকুমার সাউকে। এরপর লকাপেই মৃত্যু হয় রাজকুমারের। ঘটনায় মৃতর পরিবারের অভিযোগ, থানায় পুলিসের মারধরে মৃত্য়ু হয়েছে প্রৌঢ়র। এদিন রাত থেকেই এরপরেই দফায় দফায় থানার সামনে উত্তেজনা ছড়ায়। রাজনৈতিক রং লাগে ঘচনায়। রাস্তায় নামে বিজেপিও।