কলকাতায় মৃত্যু আরও ৪ ডেঙ্গি আক্রান্তের, রাজ্যে মৃত বেড়ে ২৯
ডেঙ্গি আক্রান্ত কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কোনও ভাবেই মৃত্যু মিছিলে রাশ টানা যাচ্ছে না।
ডেঙ্গি আক্রান্ত কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কোনও ভাবেই মৃত্যু মিছিলে রাশ টানা যাচ্ছে না।
এরই মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৪ জনের। বুধবার ঠাকুরপুকুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ডেঙ্গিতে আক্রান্ত শিখা মণ্ডলের। তিনি মগরাহাটের বাসিন্দা। তাঁর আগে এদিন সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মুরারিপুকুরের বাসিন্দা ১৪ বছরের বিষ্টু ঘোষের। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। ৯৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবনীতা মণ্ডল একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এদিকে বৃহস্পতিবার সকালে বহরমপুরে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা ২৯। এরমধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ২২ জনের। যদিও সরকারি মতে ডেঙ্গিতে মারা গিয়েছেন ৩ জন।