অসুস্থ চালক, জেনেও কেন দায়িত্ব? শিয়ালদার গতকালের ট্রেন দুর্ঘটনা নিয়ে বিতর্ক
কাঁধে ব্যাগ। একগাল দাড়ি। ঝুঁকে পড়েছেন সামনের দিকে। এই ভদ্রলোকই শিয়ালদায় গতকাল দুর্ঘটনায় পড়া ট্রেনের চালক। ভালো করে দাঁড়াতেও পারেন না। তিনি কী করে চালাচ্ছিলেন ট্রেন? ২৪ ঘণ্টার অন্তর্তদন্ত।
ব্যুরো: কাঁধে ব্যাগ। একগাল দাড়ি। ঝুঁকে পড়েছেন সামনের দিকে। এই ভদ্রলোকই শিয়ালদায় গতকাল দুর্ঘটনায় পড়া ট্রেনের চালক। ভালো করে দাঁড়াতেও পারেন না। তিনি কী করে চালাচ্ছিলেন ট্রেন? ২৪ ঘণ্টার অন্তর্তদন্ত।
রবিবারের ভোর। আচমকাই ১০ নং প্ল্যাটফর্মে হুড়মুড়িয়ে উঠে পড়ল ট্রেন।
কারশেড থেকে আসছিল ট্রেনটি। যাত্রী থাকলে কী দুর্ঘটনা ঘটতে পারত।
কিন্তু, কারণ কী? ঘটনার পরই সাসপেন্ড করা হয়েছে রেল চালককে। কিন্তু,সব দায় কি শুধুই চালকের?সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার ক্যামেরা খুঁজে বেরিয়েছে চালককে। শেষপর্যন্ত ১১টা ১৫ নাগাদ শিয়ালদা স্টেশনে দেখা মিলল তাঁর।
তাঁকে ধাওয়া করল আমাদের ক্যামেরা।
ক্যামেরায় যে ছবি ধরা পড়ল তা সত্যিই চমকে দেওয়ার মতো।
শারীরিকভাবে অসুস্থ ছবিতেই স্পষ্ট। তারপরও কেন পঞ্চাশোর্ধ এই ব্যক্তিকেই রেল শান্টিংয়ের দায়িত্ব? নিয়মানুযায়ী, ট্রেন চালানোর জন্য রেল হাসপাতালের ফিট সার্টিফিকেট বাধ্যতামূলক। কিন্তু, এই মানুষটি কি আদৌ ট্রেন চালানোর মতো ফিট? ব্যাখা দিয়েছেন রেলকর্তারা।
রেল কর্তৃপক্ষের যুক্তি মানছেন না প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী।
যুক্তি তর্ক চলতেই থাকবে। কিন্তু, যাত্রী নিরাপত্তা?