শব্দবাজির দৌরাত্ম্যে প্রাণ গেল এক বৃদ্ধার
শব্দবাজির দৌরাত্ম্যে প্রাণ গেল এক বৃদ্ধার। অভিযোগ এমনই। যাদবপুরের বিজয়গড় এলাকার ঘটনা। স্থানীয় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় দেদার বাজি ফাটানো চলছিল। যেমন চলে থাকে প্রায় সব জায়গাতেই। এবং এই ধরেনর ক্ষেত্রে কারও কথাতেই বিশেষ কান দেওয়া হয় না। জিনিসটা থামানোও হয় না।
ওয়েব ডেস্ক: শব্দবাজির দৌরাত্ম্যে প্রাণ গেল এক বৃদ্ধার। অভিযোগ এমনই। যাদবপুরের বিজয়গড় এলাকার ঘটনা। স্থানীয় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় দেদার বাজি ফাটানো চলছিল। যেমন চলে থাকে প্রায় সব জায়গাতেই। এবং এই ধরেনর ক্ষেত্রে কারও কথাতেই বিশেষ কান দেওয়া হয় না। জিনিসটা থামানোও হয় না।
আরও পড়ুন নিজে চোখে তো আপনি দেখেনই, কিন্তু ঠিক দেখবেন কীভাবে, জানুন
বাজির শব্দে অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা মিত্র নামে ওই মহিলা। মহিলার মেয়ে সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন। যাদবপুর থানার পুলিস গিয়ে বাজি ফাটানো বন্ধ করে। কিন্তু, ততক্ষণে দেরী হয়ে গিয়েছে। কারণ, তার আগেই মৃত্যু হয় ওই মহিলার।
আরও পড়ুন তারাদের গাড়ি