কন্টেনারের চাকার পিষ্ট হয়ে মৃত্যু মহিলার

কন্টেনারের চাকার পিষ্ট হয়ে মৃত্যু মহিলার। শহরের রাজপথে গত গু-তিনদিন সমানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কখনও মিনিবাস ফুটপাথের পাশের দোকানে ধাক্কা মারছে, কখনও বা ট্রাক গিয়ে ধাক্কা মারছে ছোট গাড়িকে। কিছুতেই আয়ত্তে আনা যাচ্ছে না দুর্ঘটনাকে। এদিনও রাতে ঘটল ফের দুর্ঘটনা। মৃতের সঙ্গী ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। মেয়ো রোড ক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে কাল রাতে। ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি এবং মহিলা। তখনই দ্রুতগতিতে একটি কন্টেনার এসে মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সামনেই ছিল পুলিস বুথ। মোতায়েন ছিল প্রচুর পুলিস। অথচ তাঁদের নাকের ডগাতেই এই কাণ্ড ঘটিয়ে উধাও হয়ে যায় কন্টেনারটি। রাতের কলকাতায় ফের পুলিসের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে।

Updated By: Mar 13, 2016, 09:22 AM IST
কন্টেনারের চাকার পিষ্ট হয়ে মৃত্যু মহিলার

ওয়েব ডেস্ক: কন্টেনারের চাকার পিষ্ট হয়ে মৃত্যু মহিলার। শহরের রাজপথে গত গু-তিনদিন সমানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কখনও মিনিবাস ফুটপাথের পাশের দোকানে ধাক্কা মারছে, কখনও বা ট্রাক গিয়ে ধাক্কা মারছে ছোট গাড়িকে। কিছুতেই আয়ত্তে আনা যাচ্ছে না দুর্ঘটনাকে। এদিনও রাতে ঘটল ফের দুর্ঘটনা। মৃতের সঙ্গী ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। মেয়ো রোড ক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে কাল রাতে। ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি এবং মহিলা। তখনই দ্রুতগতিতে একটি কন্টেনার এসে মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সামনেই ছিল পুলিস বুথ। মোতায়েন ছিল প্রচুর পুলিস। অথচ তাঁদের নাকের ডগাতেই এই কাণ্ড ঘটিয়ে উধাও হয়ে যায় কন্টেনারটি। রাতের কলকাতায় ফের পুলিসের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে।

 

.