কংক্রিটে মুড়ছে ঢাকুড়িয়া ব্রিজ, দেড় মাস ধরে চলবে যান নিয়ন্ত্রণ

আশা একটাই, গর্ত করার ক্ষেত্রে আর সুবিধে করতে পারবে না খুদে চারপেয়েরা। আজ রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই কাজ। 

Updated By: Nov 29, 2017, 06:52 PM IST
কংক্রিটে মুড়ছে ঢাকুড়িয়া ব্রিজ, দেড় মাস ধরে চলবে যান নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি: গোলপার্ক থেকে ঢাকুরিয়া, দক্ষিণ কলকাতার ব্যস্ততম দুটি এলাকার একমাত্র লিঙ্ক ঢাকুরিয়া ব্রিজ। কিন্তু এখন তা বয়সের ভারে নড়বড়ে, বিপজ্জনক। গোদের ওপর বিষফোঁড়া মুষিককুল। বহু পুরনো এই সেতু এখন বিপদের আরেক নাম। তাদের শায়েস্তা করতেই এবার কংক্রিট টেকনিক নিয়ে ময়দানে কেএমডিএ। ভোলবদলের জন্য তৈরি ঢাকুরিয়া ব্রিজ।

আরও পড়ুন: 'বিশ্ববাংলা আমার স্বপ্ন, স্বপ্ন বিক্রি হয় না', বিধানসভায় বললেন মমতা

১৯৬৩ সালে তৈরি হয় ঢাকুরিয়া ব্রিজ। যে প্রযুক্তিতে ব্রিজ তৈরি হয়, তা এখন বাতিল। গোটা ব্রিজ কংক্রিটের ঢালাই করা। নড়বড়ে, বিপজ্জনক ঢাকুরিয়া ব্রিজে সবচেয়ে বড় শত্রু  ইঁদুর। ব্রিজের তলার মাটি কুরে কুরে খেয়ে নিয়েছে এই মূষিককূল। বড় বড় গর্ত চারদিকে। ব্রিজের দুদিক দিয়ে বসে যাচ্ছে মাটি। মেরামতির কম চেষ্টা হয়নি। বালি-সিমেন্ট দিয়ে গর্ত বোজানোর প্ল্যান ফ্লপ। এরপর  সিমেন্ট-বালির সঙ্গে কাচের টুকরো মিশিয়েও গর্ত ভরাটের চেষ্টা হয়।

আরও পড়ুন: জঙ্গি মাহির গতিবিধি চাঞ্চল্যকর, তথ্য তদন্তকারীদের হাতে

কাঁচের খোঁচায় ইঁদুর পালানোর পথ পাবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু হোস পাইপ দিয়ে এই কাচ মেশানো  মালমশলা ঢোকাতে গিয়ে, ক্ষতি হচ্ছিল পাইপেরই।  এবার ইঁদুর-দমনে নয়া ব্যবস্থা। কংক্রিটের মোড়কে মুড়ে দেওয়া হচ্ছে ব্রিজের সাইড ওয়াল। আশা একটাই, গর্ত করার ক্ষেত্রে আর সুবিধে করতে পারবে না খুদে চারপেয়েরা। আজ রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই কাজ।  

ব্রিজ মেরামতির কারণে আজ রাত থেকে যান নিয়ন্ত্রণ হবে। দেখুন এক নজরে

১. ব্রিজ মেরামতি চলাকালীন বাস, মিনিবাস চলবে একমুখী

২. সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত শুধু গোলপার্কের দিকেই বাস চলবে

৩. দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত শুধু যাদবপুরের দিকে বাস চলবে

৪. রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুধু যাদবপুরের দিকে বাস চলবে

৫. ছোটো গাড়ি দুদিকেই যাতায়াত করতে পারবে

৬. ব্রিজের ওপর দিয়ে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ

৭. টানা দেড় মাস যান নিয়ন্ত্রণ চলবে

 

.