নৌকা করে এসে ডাকাতি

নতুন রকমভাবে ডাকাতির ঘটনা ঘটল খোদ কলকাতায়। নৌকা করে ডাকাতি করতে এসেছিল ডাকাতেরা। কাজ সেরে আবার নৌকাতেই চম্পট দিল দুষ্কৃতীরা।

Updated By: Oct 17, 2015, 04:31 PM IST
নৌকা করে এসে ডাকাতি

ওয়েব ডেস্ক: নতুন রকমভাবে ডাকাতির ঘটনা ঘটল খোদ কলকাতায়। নৌকা করে ডাকাতি করতে এসেছিল ডাকাতেরা। কাজ সেরে আবার নৌকাতেই চম্পট দিল দুষ্কৃতীরা।

গতকাল রাত দেড়টা নাগাদ উত্তর কলকাতার কাশীপুরে রতনবাবুর ঘাটের কাছে একটি গুদামে হানা দেয় ৬-৭ জন দুষ্কৃতী। সূত্র থেকে জানা গেছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুদামের নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে তারা। গুদামটিতে চলে অবাধে লুঠপাট। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাসি চলানো হচ্ছে। ঘটনার সঙ্গে বাংলাদেশের একটি দল জড়িত বলে মনে করছে কাশীপুর থানা।

.