Yaas-এ ক্ষতি ২১ হাজার কোটি টাকা, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে হিসেব দিল রাজ্য

গত ২৮শে মে প্রধানমন্ত্রীর কাছে ২০ হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী

Updated By: Jun 10, 2021, 12:31 AM IST
Yaas-এ ক্ষতি ২১ হাজার কোটি টাকা, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে হিসেব দিল রাজ্য

নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াস-এ ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার নবান্নে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করেন। রাজ্যের তরফে ওই প্রতিনিধি দলকে জানানো হয়েছে ইয়াস-এ রাজ্যের ক্ষতি হয়েছে ২১ হাজার কোটি টাকার।

আরও পড়ুন-রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ফিরল ৭ এপ্রিলের সংখ্যায়, সুস্থতার হার বেড়ে ৯৭.৮৩%    

উল্লেখ্য, গত ২৮ মে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর কাছে ২০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসেব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তারপর বিভিন্ন জেলা থেকে সর্বশেষ যে হিসেব এসেছে তার ভিত্তিতেই তৈরি হয়েছে ২১ হাজার কোটি টাকার ক্ষতির পরিসংখ্যান।

আরও পড়ুন-সহজে ধনী হওয়ার নেশায় খেলোয়াড় থেকে কুখ্যাত গ্যাংস্টার, নিউটাউনে খতম Jaipal

কেন্দ্রীয় টিমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব এই রিপোর্ট তাদের হাতে তুলে দিয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের সঙ্গে বৈঠকে ক্ষয়ক্ষতির ব্যাপারে সহমত পোষণ করেছেন। তবে তারা পৃথকভাবে কেন্দ্রের কাছে রিপোর্ট দেবেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.