সিটিসি কর্মীদের বেতন বন্ধের মামলায় আদালতে ধাক্কা খেল পরিবহণ দফতর

সিটিসি কর্মীদের বেতন বন্ধ মামলায় আদালতে ধাক্কা খেল পরিবহণ দফতর। বাম আমলে নিয়োগে বেনিয়মের অভিযোগ এনে ২৫৮ জন কর্মীর বেতন বন্ধ করে দেয় বর্তমান সরকার। আজ কলকাতা হাই কোর্ট অক্টোবর থেকে ১২৬ জন কর্মীর বেতন চালুর নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে বকেয়া বেতন মেটানোর নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Sep 5, 2013, 09:38 PM IST

সিটিসি কর্মীদের বেতন বন্ধ মামলায় আদালতে ধাক্কা খেল পরিবহণ দফতর। বাম আমলে নিয়োগে বেনিয়মের অভিযোগ এনে ২৫৮ জন কর্মীর বেতন বন্ধ করে দেয় বর্তমান সরকার। আজ কলকাতা হাই কোর্ট অক্টোবর থেকে ১২৬ জন কর্মীর বেতন চালুর নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে বকেয়া বেতন মেটানোর নির্দেশ দিয়েছে আদালত।
বাম আমলে কর্মী নিয়োগে বেনিয়ম হয়েছে। এই অভিযোগে ২০১১-এর অক্টোবর থেকে সিটিসির ২৫৮ জন কর্মীর বেতন বন্ধ করে দেয় পরিবহণ দফতর। সুবিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিটিসির বেতন না পাওয়া কর্মীরা। এক বছরের বেশি সময় ধরে মামলা চলার পর, বৃহস্পতিবার রায় দিল কলকাতা হাইকোর্ট। সিটিসি কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ, অক্টোবর থেকে চালু করতে হবে ১২৬ জন কর্মীর বেতন। বকেয়া ষোল মাসের বেতন মিটিয়ে দিতে হবে ষোলটি কিস্তিতে।
 
বেতনের দাবিতে কলকাতা হাইকোর্টে তিনটি মামলা দায়ের হয়েছিল। প্রথম দফায় ৫২, দ্বিতীয় দফায় ১১২ ও তৃতীয় দফায় ৯৪ জন কর্মী মামলা করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় মামলাকারীদের ক্ষেত্রে এই রায় দিয়েছেন বিচারক অনিরুদ্ধ বসু। নিয়োগে অনিয়মের বিষয়টি তদন্ত করে দেখে আগেই সিটিসি কর্তৃপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। হলফনামায় সিটিসি কর্তৃপক্ষ জানায়, ১৬৪ জনের মধ্যে ৩৮ জনের নিয়োগে বেনিয়ম রয়েছে। এরপরই বিচাপতি বাকি ১২৬ জনের বেতন চালু এবং বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। এই ৩৮ জনের ক্ষেত্রে আইননানুগ ব্যবস্থা নিতে পারবে সিটিসি কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ কতটা কার্যকর হল, বারোই নভেম্বর সিটিসি কর্তৃপক্ষকে তা হলফনামা দিয়ে জানাতে হবে। বেতন না পাওয়া বাকি চুরানব্বই জন সিটিসি কর্মীর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

.