RG Kar Incident: স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনড় ডাক্তাররা, আজ সন্ধেয় ফের বৈঠক নবান্নে

RG Kar Incident: জুনিয়র চিকিত্সক অনিকেত মাহাত বলেন, প্রিন্সিপ্যাল সেক্রেটারি সম্পর্কে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই

Updated By: Sep 18, 2024, 03:21 PM IST
RG Kar Incident: স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনড় ডাক্তাররা, আজ সন্ধেয় ফের বৈঠক নবান্নে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল রাজ্য সরকার। তাদের কর্মবিরতি নিয়ে অচলবস্থা কাটাতে আজ তাদের সঙ্গে আলোচনায় বসছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার দুপুরে মুখ্যসচিব জুনিয়র ডাক্তাদের মেইল করে জানিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থে ডাক্তারদের ৩০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসব আমি ও টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। বৈঠক হবে সন্ধে সাড়ে ছটায়। এর জন্য সন্ধে ৬টা ১৫ মিনিটে নবান্নে চলে আসতে হবে।

আরও পড়ুন-'ডাক্তারদের ঔদ্ধত্য সহ্য করা যায় না, সুখেন্দুশেখর এমনিতেই কাজ করতেন না', জোড়া বোমা সৌগতর

উল্লেখ্য, বুধবার  জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন যতদিন না তাদের সব দাবি মেনে নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে। গতকাল সুপ্রিম কোর্টে শুনানির পর মঙ্গলবার রাতে জিবি মিটিংয়ে বসেন জুনিয়র ডাক্তাররা। সেখানেই ঠিক হয় আন্দোলন চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি বুধবার  মুখ্যসচিবকে মেইল করে আজই বৈঠক করার ইচ্ছে প্রকাশ করেন জুনিয়র ডাক্তাররা।

কালীঘাটের বৈঠকের পর কলকাতা পুলিস ও স্বাস্থ্য় ভবনে একাধিক রদবদল হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে পুলিস কমিশনারকে। তার পরে গতকাল জুনিয়র ডাক্তারদের জিবি মিটিংয়ে আন্দোলন তোলার ব্যাপারে কোনও সর্বসম্মত সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা বলছেন, ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু অনেক পদক্ষেপ নেওয়া হয়নি। তার মধ্যে হল স্বাস্থ্য দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে অপসারণ করতে হবে। সেই অপসারণ যতক্ষণ না হয় ততক্ষণ স্বাস্থ্যভবনের সামনে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

জুনিয়র চিকিত্সক অনিকেত মাহাত বলেন, প্রিন্সিপ্যাল সেক্রেটারি সম্পর্কে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই। হাসপাতালে নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্ট যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছেন তা প্রসংশার যোগ্য। কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসর বাড়াতে গেলে ও নিরাপত্তা নিশ্চিত করতে গেলে আমাদের দাবিগুলো মানতে হবে। এনিয়ে আমাদের রাজ্য সরকারের সঙ্গে বসার প্রয়োজন রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় বলা হোক যাতে আমরা দ্রুত কাজে ফিরতে পারি। নিরাপত্তা সহ একাধিক দাবির ভিত্তিতে একটি টাস্ক ফোর্স গাঠন করার দাবি জানিয়েছিলাম। এনিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছি।

আর জি কর মেডিক্যালে সিসিটিভি থেকে চিকিৎসকদের জন্য বিশ্রামাগার, শৌচালয়-সহ ভয়ের বাতাবরণ নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়ে দেন, চিকিৎসকরা কাজে যোগ দিতে চান, কিন্তু নিরাপত্তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না তাঁরা।  চিকিত্সক মৃত্যুর ঘটনায় এমন অনেকেই জড়িত আছে, যারা এখনও হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। এখন যদি তাঁরা হাসপাতালে কাজে ফেরেন তাহলে তাঁদের সুরক্ষা নিয়ে সমস্যা হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.