তৃণমূলকে হঠাতে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সিপিএমের প্লেনামে

তৃণমূলকে হঠাতে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েই শুরু হল সিপিএমের প্লেনাম। প্রকাশ কারাটের সামনেই বাংলার পলিটব্যুরো সদস্যরা বললেন, তৃণমূলকে হঠাতে বৃহত্তর মঞ্চের কথা। এমনকী একসময় জোট-বিরোধী সূর্যকান্তের বক্তব্যেও শোনা গেল সমঝোতার সুর। সিপিএমের ব্রিগেড সমাবেশ। বুদ্ধবাবু আওয়াজ তুললেন সামনে বড় লড়াই। বিধানসভা নির্বাচন। কর্মীদের বললনে, শুধু লড়লেই হবে না জিততে হবে। কিন্তু জয় আসবে কীভাবে? দলের মধ্যে বুদ্ধ-লাইন বলে পরিচিত ফর্মুলাকে ব্রিগেডে কর্মী সমর্থকদের সামনে হাজির করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। যে ফর্মুলা নিয়ে এখনও বিতর্ক চলছে সিপিএমে। এরাজ্যে তৃণমূলকে হটাতে সেই বৃহত্তর জোটের কথাই শোনালেন সূর্যকান্ত মিশ্র। রবিবারের ব্রিগেডে শুরু থেকেই সুর চড়িয়ে রেখেছিলেন মহম্মদ সেলিম। প্রকাশ কারাট শিবিরের সামনেই উদাত্তকণ্ঠে দাবি তুললেন তৃণমূল-বিরোধী নয়া মঞ্চের। সিপিএমের বাংলার নেতাদের বক্তব্য, যেখানে যেমন, সেখানে তেমন রাজনৈতিক কৌশলই নিতে হবে দলকে। প্রয়োজনে দুহাজার ষোলোয় কেরালায় বামেরা লড়বে কংগ্রেসের বিরুদ্ধে। আর পশ্চিমবঙ্গে প্রয়োজনে সমঝোতা হবে।

Updated By: Dec 27, 2015, 09:51 PM IST
তৃণমূলকে হঠাতে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সিপিএমের প্লেনামে

ওয়েব ডেস্ক: তৃণমূলকে হঠাতে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েই শুরু হল সিপিএমের প্লেনাম। প্রকাশ কারাটের সামনেই বাংলার পলিটব্যুরো সদস্যরা বললেন, তৃণমূলকে হঠাতে বৃহত্তর মঞ্চের কথা। এমনকী একসময় জোট-বিরোধী সূর্যকান্তের বক্তব্যেও শোনা গেল সমঝোতার সুর। সিপিএমের ব্রিগেড সমাবেশ। বুদ্ধবাবু আওয়াজ তুললেন সামনে বড় লড়াই। বিধানসভা নির্বাচন। কর্মীদের বললনে, শুধু লড়লেই হবে না জিততে হবে। কিন্তু জয় আসবে কীভাবে? দলের মধ্যে বুদ্ধ-লাইন বলে পরিচিত ফর্মুলাকে ব্রিগেডে কর্মী সমর্থকদের সামনে হাজির করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। যে ফর্মুলা নিয়ে এখনও বিতর্ক চলছে সিপিএমে। এরাজ্যে তৃণমূলকে হটাতে সেই বৃহত্তর জোটের কথাই শোনালেন সূর্যকান্ত মিশ্র। রবিবারের ব্রিগেডে শুরু থেকেই সুর চড়িয়ে রেখেছিলেন মহম্মদ সেলিম। প্রকাশ কারাট শিবিরের সামনেই উদাত্তকণ্ঠে দাবি তুললেন তৃণমূল-বিরোধী নয়া মঞ্চের। সিপিএমের বাংলার নেতাদের বক্তব্য, যেখানে যেমন, সেখানে তেমন রাজনৈতিক কৌশলই নিতে হবে দলকে। প্রয়োজনে দুহাজার ষোলোয় কেরালায় বামেরা লড়বে কংগ্রেসের বিরুদ্ধে। আর পশ্চিমবঙ্গে প্রয়োজনে সমঝোতা হবে।

.