ভিডিয়ো: ভয়ঙ্কর! মেডিক্যালে সুপারের অফিসের সামনে করোনার বর্জ্য ছিঁড়ে খাচ্ছে কুকুর
তিনদিন আগেই ৩৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিলেন। সেসময় এভাবে করোনা ওয়ার্ডের আবর্জনা হাসপাতাল চত্বরে গড়াগড়ি খাওয়া নিয়ে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে
তন্ময় প্রামাণিক
কলকাতা মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে আবর্জনার প্যাকেট ছিঁড়ে খাচ্ছে কুকুরের দল। সুপারের অফিসের সামনের রাস্তায় ওই প্যাকেট ছিঁড়ে বেরিয়ে পড়েছে ব্যবহৃত মুখের মাস্ক, ব্যবহৃত গ্লাভস, অক্সিজেনের মাস্ক, খাবারের উচ্ছিষ্ট। করোনা চিকিৎসার ওয়ার্ডের থেকে বের করে আনা আবর্জনার প্যাকেট এভাবেই গড়াগড়ি খাচ্ছে কলকাতা মেডিকেল কলেজের খোদ প্রশাসনিক ভবনের সামনেই।
আরও পড়ুন-অবিবাহিত পুরুষরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছে, বলছে সমীক্ষা
এনিয়ে এক কর্মী বলেন, "এগুলো করোনা ওয়ার্ডের খাবারের উচ্ছিষ্ট আর বায়ো মেডিকেল ওয়েস্ট। কেন এভাবে একাধিক জায়গায় প্যাকেট গুলো পড়ে রয়েছে জানি না। এভাবে পড়ে থাকার কথা নয়। " এক চিকিৎসক সুপারের অফিস থেকে বেরিয়ে গ্রিন বিল্ডিঙের দিকে যাওয়ার সময় থমকে দাঁড়ালেন। কুকুরের টানাহেঁচড়া করে আবর্জনার প্যাকেট ছেঁড়া দেখে কর্তৃপক্ষকে ফোন করলেন। বললেন, "কি হচ্ছে এসব? কারা করছেন? ইমমিডিয়েট ব্যবস্থা নিন। এবার তো সকলেই মরব।"
আরও পড়ুন-যক্ষ্মার টিকা কি কোভিড-১৯-এও কার্যকরী!
তিনদিন আগেই ৩৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিলেন। মেডিকেলে চিকিৎসক বাড়ন্ত। সেসময় এভাবে করোনা ওয়ার্ডের আবর্জনা হাসপাতাল চত্বরে গড়াগড়ি খাওয়া নিয়ে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।
কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি।