কসবায় ভাঙচুর কাউন্সিলরের বাড়ি
কসবায় ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় প্রমোটারের বিরুদ্ধে। এলাকার জি এস বসু রোডে এক বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয় সিপিআইএম কাউন্সিলর দীপু দাস। তিনি পুরসভায় অভিযোগ জানান।
কসবায় ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় প্রমোটারের বিরুদ্ধে। এলাকার জি এস বসু রোডে এক বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয় সিপিআইএম কাউন্সিলর দীপু দাস। তিনি পুরসভায় অভিযোগ জানান। ওনার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুরসভা ওই বেআইনি নির্মাণ ভাঙতে আসে। এরপরই প্রমোটারের দলবল চড়াও হয় কাউন্সিলরের বাড়িতে। দীপু দাসের বাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় স্থানীয় এক নাগরিক কমিটির সদস্যের বাড়িও।
কসবার ১০১ নম্বর এল ডক্টর গিরিন্দ্রশেখর বোস রোড। ৩ তলা এই বাড়িকে ঘিরেই বিতর্ক। আইনকে বুড়ো আঙুল দেখিয়েই এই বাড়ি তৈরি হয়েছে বলেই অভিযোগ জানিয়েছিলেন দীপু দাস। এলাকার স্থানীয় বাসিন্দারাও বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন। তবে, বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে যে বাড়িকে ঘিরে সেই বাড়ির সমস্ত বাসিন্দাই অভিযোগ অস্বীকার করেছেন।