নবান্নে করোনার হানা, আক্রান্ত দুই ড্রাইভার

আগামী ২ দিন নবান্ন স্যানিটাইজড করা হবে। 

Updated By: Jun 3, 2020, 11:34 PM IST
নবান্নে করোনার হানা, আক্রান্ত দুই ড্রাইভার

নিজস্ব প্রতিবেদন: করোনা ধরা পড়ল নবান্নে।  বুধবার মুখ্যমন্ত্রী জানান, নবান্নের দুই গাড়ির চালক করোনা পজিটিভ। নবান্নে যেসব গাড়িক চালক কাজ করেন তাদের সবার টেস্ট করা হয়েছে।

আরও পড়ুন-‘মাছের তেলে মাছ ভাজেন উনি, কেন্দ্রের টাকা দিচ্ছেন নিজের নাম করে’

সূত্রের খবর মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দুই আধিকারিকের গাড়ি চালক ওই দুই জন। আগামী ২ দিন নবান্ন স্যানিটাইজড করা হবে। এর আগে এপ্রিল ও মে মাসে নবান্ন স্যানিটাইডজ করা হয়েছিল। এখন ওই দুই চালক করোনা পজিটিভ হওয়ার কারণে আরও অনেকের করোনা টেস্ট হবে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-বৈঠকে মুখ্যমন্ত্রীকে ২২ বার 'মিসড কল'! মুখ্যসচিব শুনেই বললেন, 'আপনি তো খুব পপুলার'  

উল্লেখ্য, এর আগে নবান্নের এর আগে নবান্নের এক আমলার ছেলে কোভিড ধরা পড়ে। তিনি নবান্নে এসেছিলেন। তা নিয়ে বেশ আতঙ্কের সৃষ্টি হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া ১৫ মার্চ দেশে ফেরেন। তখন তাঁর কোনও উপসর্গ ছিল না। পরে তাঁর কোভিড ধরা পড়ে। এর পরেই ওই আমলা ও তাঁর স্বামীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয় ও সোয়াব টেস্ট করা হয়। তবে স্বস্তির বিষয় হল টেস্টে তাদের করোনা নেগেটিভ আসে তাদের। সেসময়েও একবার স্যানিটাইজড করা হয় নবান্ন।

.