আক্রান্ত চিকিত্সক, এবার রোগী ভর্তি বন্ধ হয়ে যেতে পারে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে
এক চিকিত্সকের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই এবার আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, শাটডাউন হয়ে যেতে পারে গোটা হাসপাতাল।
নিজস্ব প্রতিবেদন: আরও বড় বিপর্যয়। এবার রোগী ভর্তি বন্ধ হতে পারে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও। এক চিকিত্সকের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই এবার আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, শাটডাউন হয়ে যেতে পারে গোটা হাসপাতাল।
বুধবার এক পিজিটি চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। এরপরই আতঙ্ক ছড়ায় হাসপাতালে। খোদ মেডিসিন বিভাগের প্রধান সহ ১৭ জন চিকিৎসক কোয়ারেন্টিনে। রয়েছেন ২৮ জন নার্সও। বুধবার ২ জন গ্রুপ ডি স্টাফ প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছেন।
এই চিকিৎসক, নার্সরা কোন অফিসের, কোন ওয়ার্ডের রোগীদের কাছে গিয়েছেন তার তালিকা তৈরি হবে বৃহস্পতিবার।
যতই থাকুক লকডাউন , মাছ না কিনলে চলে! 'হটস্পট' হওয়ার পরও শিয়ালদা কোলে মার্কেটের চিত্রটা দেখুন
সব মিলিয়ে একাধিক ওয়ার্ডে পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। পর পর হাসপাতাল বন্ধে অশনি সংকেত রাজ্য জুড়ে।
প্রসঙ্গত, এনআরএস, আরজিকরের পর কলকাতা মেডিক্যাল কলেজেও রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয় গত মঙ্গলবার। নভেল করোনা ভাইরাসের আক্রান্ত সন্দেহে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা মেডিকেল কলেজের উত্তেজনা ছড়ায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। বন্ধ করে দেওয়া হয়, এমসিএইচ বিল্ডি- এর সেকেন্ড ফ্লোরের মেডিসিন এবং ফিমেল মেডিসিন ওয়ার্ড। ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা ও অন্য বিল্ডিং-এ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।