নারদকাণ্ডে এস এম এইচ মির্জাকে তলব লালবাজারে, নজরে আরও অনেক হেভিওয়েট

নারদকাণ্ডে এবার পুলিসকর্তা এস এম এইচ মির্জাকে তলব করল লালবাজার। আজ বেলা এগারোটা নাগাদ লালবাজারে হাজির হন পুলিসকর্তা। ঘুষকাণ্ডের তদন্তে আজ তাঁর বক্তব্য নথিভুক্ত করা হবে।

Updated By: Jul 13, 2016, 01:47 PM IST
নারদকাণ্ডে এস এম এইচ মির্জাকে তলব লালবাজারে, নজরে আরও অনেক হেভিওয়েট

ওয়েব ডেস্ক : নারদকাণ্ডে এবার পুলিসকর্তা এস এম এইচ মির্জাকে তলব করল লালবাজার। আজ বেলা এগারোটা নাগাদ লালবাজারে হাজির হন পুলিসকর্তা। ঘুষকাণ্ডের তদন্তে আজ তাঁর বক্তব্য নথিভুক্ত করা হবে।

পাশাপাশি, নারদ স্টিংকাণ্ডের ভিডিওতে যাঁদের দেখা গেছে তাঁদেরও বক্তব্য নথিভুক্ত করবেন তদন্তকারীরা।  ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, এদের কয়েকজনকে সমন পাঠানো হতে পারে।

নারদ স্টিংকাণ্ডে ইতিমধ্যেই ম্যাথু স্যামুয়েলকে দুবার লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে লালবাজারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। খোঁজ খবর নেওয়া হয়েছে স্যামুয়েলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও। তবে গোটা বিষয়টি হাইকোর্টের বিচারাধীন, এই যুক্তিতে হাজিরা দিতে অস্বীকার করেছেন ম্যাথু স্যামুয়েল।

.