প্রেসিডেন্সির নিয়োগে শর্ত : কোনও কারণ ছাড়াই অধ্যাপককে বরখাস্ত
কোনও কারণ ছাড়াই বরখাস্ত করা হতে পারে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তিতে এমনই শর্ত আরোপ করা হল। এই ধরনের শর্ত অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে শুধু নজিরবিহীনই নয়, অধ্যাপকদের পক্ষেও অত্যন্ত সম্মানহানিকর।
Updated By: Jan 20, 2012, 09:54 PM IST
কোনও কারণ ছাড়াই বরখাস্ত করা হতে পারে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তিতে এমনই শর্ত আরোপ করা হল। এই ধরনের শর্ত অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে শুধু নজিরবিহীনই নয়, অধ্যাপকদের পক্ষে অত্যন্ত সম্মানহানিকরও। শুক্রবার প্রেসিডেন্সির অধ্যাপক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, প্রবেশন পিরিয়ডে কোনও কারণ ছাড়াই যে কোনও সময় অধ্যাপককে ছাঁটাই করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পরই দেখা দিয়েছে বিতর্ক। এই ধরনের শর্তের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল।